সাউথইস্ট ইউনিভার্সিটি
বাংলাদেশী বেসরকারি বিশ্ববিদ্যালয়
(সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পুনর্নির্দেশিত)
সাউথইস্ট ইউনিভার্সিটি বা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। [২] এই বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালটির স্থায়ী ক্যাম্পাস ঢাকাস্থ তেজগাঁওতে।
নীতিবাক্য | সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করা |
---|---|
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০২ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | ইউসুফ মাহবুবুল ইসলাম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩০০ |
শিক্ষার্থী | ১২,৫০০[১] |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | এসইইউ |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
উপাচার্যগণ
সম্পাদনাএই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (আগস্ট ২০২১) |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- এম শমশের আলী
- এ এন এম মেশকাত উদ্দীন
- এ এফ এম মফিজুল ইসলাম (২৪ নভেম্বর ২০১৯ - বর্তমান)[৩]
বিভাগসমূহ
সম্পাদনা- বিজ্ঞান অনুষদ
- ১। বস্ত্র প্রকৌশল বিভাগ
- ২। কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগ
- ৩। তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগ
- ৪। তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
- ৫। স্থপত্য বিভাগ
- ৬। ফার্মেসি বিভাগ
- ব্যবসা অনুষদ
- ১। বিবিএ
- ২। এমবিএ
- কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ
- ১। বাংলা ভাষা ও সাহিত্য
- ২। ইংরেজি সাহিত্য
- ৩। আইন
- ৪। ইকোনমিক্স
- ৫। ইসলামিক স্টাডিজ
চিত্রশালা
সম্পাদনা-
ভেতরের দৃশ্য, এসইইউ।
-
নতুন ভবন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।
ক্লাবসমূহ
সম্পাদনাসাউথ ইস্ট ইউনিভার্সিটি কর্তিক স্বীকৃত পনেরোটি ক্লাবের নাম:
- সাংস্কৃতিক ক্লাব
- গেমস এবং স্পোর্টস ক্লাব
- বিতর্ক ক্লাব
- সোশ্যাল সার্ভিসেস ক্লাব
- সিনেমা ও নাটক ক্লাব
- পর্যটন ও ফটোগ্রাফি ক্লাব
- প্রকৃতি ও পরিবেশ ক্লাব
- আন্তর্জাতিক বিষয়ক ফোরাম (এমইউএন ক্লাব)
- ভাষা ও সাহিত্য ক্লাব
- ব্যবসায় উদ্ভাবনী ফোরাম
- কম্পিউটার ক্লাব
- ফার্মাসি ক্লাব
- টেক্সটাইল ক্লাব
- ইইই ক্লাব
- মুট কোর্ট সোসাইটি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Introduction। "Number of SEU student"। সংগ্রহের তারিখ ২০০৭-০১-১৭।
- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১২।
- ↑ "অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য"। বণিক বার্তা। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা