শাহপরীর দ্বীপ

টেকনাফের সর্ব দক্ষিণে ভূ-ভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ

শাপরী, শাহপরী, শাহপরীর,[১] শাহপুরা,[২] বা শিনমাব্যু দ্বীপ (বর্মী: ရှင်မဖြူကျွန်း) নাফ নদীর মোহনায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অবস্থিত। প্রথম ইংরেজ-বর্মী যুদ্ধের সময় ব্রিটিশরা এই দ্বীপের দাবি করে।[৩] শাহপরীর দ্বীপ টেকনাফের সর্ব দক্ষিণে ভূ-ভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ, যা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত এবং টেকনাফ উপজেলার উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত।[১] শাহপরীর দ্বীপের বাম পাশে নাফ নদী বয়ে গেছে যা বাংলাদেশকে মিয়ানমার থেকে বিভাজন করেছে।

মানচিত্র
বাংলাদেশের মানচিত্রে শাহপরীর দ্বীপের অবস্থান
শাহপরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। দূরে মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে।

নামকরণ সম্পাদনা

এর নামকরণ সম্পর্কে কেউ বলেন সম্রাট শাহ সুজার ‘শাহ’ আর তার স্ত্রী পরীবানুর ‘পরী’ মিলিয়ে নামকরণ হয়েছিল এই দ্বীপের,[৪] কারো মতে ‘শাহ ফরিদ’ আউলিয়ার নামে দ্বীপের নাম করণ হয়েছে। অপরদিকে অষ্টাদশ শতাব্দীর কবি সা’বারিদ খাঁ’র ‘হানিফা ও কয়রাপরী’ কাব্য গ্রন্থের অন্যতম চরিত্র ‘শাহপরী’। রোখাম রাজ্যের রাণী কয়রাপরীর মেয়ে শাহপরীর নামেই দ্বীপের নামকরণ হয়েছে বলেও অনেকে বলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

স্বাধীনতার আগে শাহপরীর দ্বীপের আয়তন ছিল দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার এবং প্রস্থ ১০ কিলোমিটার। বর্তমানে তা ছোট হয়ে দৈর্ঘ্য ৪ কিলোমিটার ও প্রস্থ ৩ কিলোমিটারে দাঁড়িয়েছে।[৫] বর্তমানে এই দ্বীপের জনসংখ্যা প্রায় ৪০ হাজার।[৬]

যোগাযোগ সম্পাদনা

সড়কপথে কক্সবাজার থেকে টেকনাফ ৮৯ কিলোমিটার এবং টেকনাফ থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব ১৩ দশমিক ৭০ কিলোমিটার।[৭]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মো. মঈন উদ্দীন (২০১২)। "টেকনাফ উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. Tucker, S.C. (২০০৯), A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle East [6 volumes]: From the Ancient World to the Modern Middle East, ABC-CLIO, পৃষ্ঠা ১১৪২, আইএসবিএন 9781851096725 
  3. Dorothy Woodman (১৯৬২)। The Making of Burma (1 সংস্করণ)। London: The Cresset Press। পৃষ্ঠা 60 
  4. "কাতারে কীর্তিমান বাংলাদেশি"www.prothom-alo.com। ২০১৩-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০২ 
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৩ 
  6. "সড়ক পথে যাওয়া যাবে শাহপরীর দ্বীপ"banglatribune.com। ২০১৮-১১-০৯। ২০১৯-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৫ 
  7. প্রতিবেদক, নিজস্ব। "বিচ্ছিন্ন জনপদ শাহপরীর দ্বীপ"প্রথম আলো