শাম্মী আখতার
শামীমা আখতার (২২ সেপ্টেম্বর ১৯৫৫ - ১৬ জানুয়ারি ২০১৮; যিনি শাম্মী আখতার নামে পরিচিত) বাংলাদেশ একজন নারী সংগীত শিল্পী।[২] ২০১০ সালে তিনি ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে গানের জন্য শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৩]
শাম্মী আখতার | |
---|---|
জন্ম | শামীমা আখতার ২২ সেপ্টেম্বর ১৯৫৫[১] |
মৃত্যু | ১৬ জানুয়ারি ২০১৮ (৬২ বছর) ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | শিল্পী |
কর্মজীবন | ১৯৭০-২০১৮ |
দাম্পত্য সঙ্গী | আকরামুল ইসলাম |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১০) |
জন্ম ও পারিবারিক জীবন
সম্পাদনাশাম্মী আখতার ১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি বেড়ে উঠেছেন খুলনায়। বাবার বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।[৪]
কর্মজীবন
সম্পাদনাছয় বছর বয়সে তার সংগীতজীবনের শুরু হয়। গানের জগতে তার হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। তার বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির সুবাদে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। যার মধ্যে রাজবাড়ী ও খুলনায় সংগীত শিক্ষা নেন বাবু বামনদাস গুহ রায়, রণজিৎ দেবনাথ, সাধন সরকার, নাসির হায়দার ও প্রাণবন্ধু সাহার কাছে।
১৯৭০ সালে তিনি খুলনা বেতারে তালিকাভুক্ত হন।[১] সেখানে আধুনিক গানের পাশাপাশি নজরুল সংগীত পরিবেশন করতেন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে। প্রখ্যাত সংগীত পরিচালক সত্য সাহা তাকে ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন। এতে গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তার গাওয়া গান ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’।[১][৪]
তিনি প্রায় ৪০০টি ছবিতে প্লেব্যাক করেছেন। তার গাওয়া গানের দুটি ক্যাসেট প্রকাশিত হয়েছে।। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানের জন্য ২০১০ সালে শাম্মী আখতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
উল্লেখযোগ্য গান
সম্পাদনা- ঢাকা শহর আইসা আমার - অশিক্ষিত (১৯৭৮)
- আমি তোমার বধু, চিঠি আসবে জানি আসবে - আরাধনা (১৯৭৯)
- খেলিব প্রেমের পাশা, নেও গো আমারে কাছে ডেকে নেও, বধু যেদিন হইতে - বিরহ ব্যাথ্যা (১৯৮৯)
- তুমি আমার বন্ধু - পদ্মা মেঘনা যমুনা (১৯৯১)
- ভালোবাসলেই ঘর বাঁধা যায় না - ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
- বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না
- মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান
- এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে হায় তুমি কোথায়
- আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না
- খোদার পরে তোমায় আমি বড় বলে জানি
- আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে
- আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা
- আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে
- ঝিলমিল ঝিলমিল করছে রাত
- তুমি তো আগের মতো রয়েছো মনের মতো
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০১০ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | ভালোবাসলেই ঘর বাঁধা যায় না | বিজয়ী[৫] |
মৃত্যু
সম্পাদনাতিনি প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে স্তন ক্যান্সারের ভুগছিলেন। ১৬ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতির হলে চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।[৪] ১৭ জানুয়ারি তাকে ঢাকার শাহজাহানপুর কবরস্থানে সমাহিত করা হয়।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "চিরতরে থেমে গেল শাম্মী আক্তারের কণ্ঠ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৮।
- ↑ "স্বাধীনতা দিবসে শাম্মীর হ্যাটট্রিক"। যায়যায়দিন।
- ↑ "পুরনো দিনের জোড়া গান নিয়ে শাম্মী"। দৈনিক নয়া দিগন্ত। ১৭ নভেম্বর ২০১৫।
- ↑ ক খ গ "শাম্মী আক্তার আর নেই"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৮।
- ↑ বিনোদন রিপোর্ট। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"। দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "শাহজাহানপুরে সমাহিত হলেন শিল্পী শাম্মী আখতার"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে শাম্মী আখতার
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাম্মী আখতার (ইংরেজি)