শহীদ হাফিজ করদার

পাকিস্তানী রাজনীতিবিদ

শহীদ হাফিজ করদার একজন পাকিস্তানি অর্থনীতিবিদ এবং প্রাক্তন প্রাদেশিক অর্থমন্ত্রী। তিনি সেপ্টেম্বর ২০১০ থেকে জুলাই ২০১১ পর্যন্ত পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের ১৬তম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [২]

শহীদ হাফিজ করদার
১৬তম পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের গভর্নর
কাজের মেয়াদ
৮ সেপ্টেম্বর ২০১০ – ১৬ জুলাই ২০১১
পূর্বসূরীসেলিম রাজা
উত্তরসূরীইয়াসিন আনোয়ার
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫২[১]
পেশাব্যাংকার

তিনি পাঞ্জাবে নভেম্বর ১৯৯৯ থেকে জানুয়ারি ২০০১ থেকে অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন, এক্সাইজ ও করব্যবস্থা অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও খনিজ পদার্থ উন্নয়ন মন্ত্রী ছিলেন [৩]

তিনি বর্তমানে লাহোরের বেকনহাউস জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। [৪][৫]

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

কারদার পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেট অধিনায়ক আবদুল হাফিজ করদার পুত্র এবং লাহোরের আড়েন পরিবারের সদস্য। [৬] তিনি ইংল্যান্ড থেকে অ্যাকাউন্টিংয়ের যোগ্যতা অর্জন করেছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন। [৪]

তথ্যসূত্র সম্পাদনা