শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ
শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বরাবরই অত্যন্ত ভাল।[২][৩] মুক্তিযুদ্ধে শহিদ হওয়া প্রথম বাঙালি সেনা অফিসার লে. মোহাম্মদ আনোয়ার হোসেনের[৪] নামানুসারে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।
নীতিবাক্য | হে প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দিন |
---|---|
ধরন | সেনাবাহিনী কলেজ |
স্থাপিত | ১৯৫৭ [১] |
ইআইআইএন | ১৩২১৪৩ |
অধ্যক্ষ | কর্নেল মো: মোজাহিদুল ইসলাম, পিএসসি, জি |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | সেনানিবাস |
সংক্ষিপ্ত নাম | এসএজিসি |
অধিভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
ওয়েবসাইট | sagc.edu.bd |
বিভাগ সমূহ
সম্পাদনাউচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা কোর্সসমূহ চালু আছে।
সহ শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএই প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলার চর্চা ও খেলাধুলাসহ অন্যান্য সহপাঠ কার্যক্রমের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। শিক্ষার্থীদের শ্রেণীতে উপস্থিতি নিশ্চিতকরণ ও ব্যক্তিগত ও পাঠোন্নয়নের প্রতি সার্বক্ষণিক লক্ষ্য রাখেন দায়িত্বপ্রাপ্ত শ্রেণী শিক্ষকগণ।[৫]
অবস্থান
সম্পাদনাশহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজটি ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সৈনিক ক্লাব থেকে কচুখেত সড়কে অবস্থিত।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে পাশের হার ৯৯.৫২% দৈনিক ইনকিলাব | স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ৫:৪২ পিএম
- ↑ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের এইচএসসি-২০১৮ এর ফলাফল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
- ↑ আদমজী ক্যান্ট ও শহীদ আনোয়ার গার্লস কলেজের অসাধারণ সাফল্য[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] দৈনিক জনকন্ঠ | প্রথম পাতা ॥ জুলাই ২৩, ২০১৭ ॥ প্রিন্ট
- ↑ ইশতিয়াক, আহমাদ (২০২২-০৫-১০)। "খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: শহীদ লেফটেন্যান্ট মোহাম্মাদ আনোয়ার হোসেন বীর উত্তম"। দ্য ডেইলি স্টার Bangla। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২১।
- ↑ "শহীদ আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৬।