শঙ্করপুর রেলওয়ে স্টেশন

ঝাড়খন্ডের রেলওয়ে স্টেশন

শঙ্করপুর রেলওয়ে স্টেশন হল ভারতীয় রেলের একটি ভূমিগত রেলওয়ে স্টেশন। এটি হাওড়া–দিল্লি প্রধান রেলপথের আসানসোল–পাটনা বিভাগের অন্তর্গত এবং পূর্ব রেলের দ্বারা পরিচালিত হয়। স্টেশনটি শঙ্করপুর ও শঙ্করপুরের পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। স্টেশনটিতে মোট ২ টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনে প্রতিদিন ১৬ টি ট্রেন যাত্রাবিরতি করে।[১]

শঙ্করপুর রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল
অবস্থানশঙ্করপুর, ঝাড়খণ্ড, ভারত
 ভারত
স্থানাঙ্ক৮৬°৩৮′০৮″ উত্তর ২৪°২৬′২৯″ পূর্ব / ৮৬.৬৩৫৪৬৫৫° উত্তর ২৪.৪৪১৪৮৪৪° পূর্ব / 86.6354655; 24.4414844
পরিচালিতপূর্ব রেল
লাইনহাওড়া–দিল্লি প্রধান রেলপথ
নির্মাণ
গঠনের ধরনআদর্শ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ভাড়ার স্থানপূর্ব রেল
বৈদ্যুতীকরণ১৯৯৬–৯৭
অবস্থান
শঙ্করপুর ঝাড়খণ্ড-এ অবস্থিত
শঙ্করপুর
শঙ্করপুর
ঝাড়খণ্ডে অবস্থান

ইতিহাস সম্পাদনা

বৈদ্যুতীকরণ সম্পাদনা

রেলওয়ে স্টেশন ও রেলপথের বৈদ্যুতীকরণ ১৯৯৬–৯৭ সালে কারা হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SNQ/Sankarpur (2 PFs)"। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২