শঙ্করপুর মৎস্য বন্দর

শঙ্করপুর মৎস্য বন্দর পশ্চিমবঙ্গে অবস্থিত একটি সামুদ্রিক মৎস আহরণ কেন্দ্র।[১] বন্দরটি দীঘা শহরের কাছেই অবস্থিত।

শঙ্করপুর মৎস্য বন্দর
শঙ্করপুর মৎস্য বন্দরের জেটি
অবস্থান
দেশ ভারত
অবস্থানশঙ্করপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক২১°৩৮′ উত্তর ৮৭°৩৪′ পূর্ব / ২১.৬৩° উত্তর ৮৭.৫৬° পূর্ব / 21.63; 87.56
বিস্তারিত
চালু১৯৮৩
পরিচালনা করেপশ্চিমবঙ্গ মৎস্য উন্নয়ন নিগম
মালিকপশ্চিমবঙ্গ সরকার
উপলব্ধ নোঙরের স্থান

অবস্থান সম্পাদনা

এটি দীঘা থেকে ১৪ কিমি পূর্বে বঙ্গোপসাগর এর তীরে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত।কলকাতা থেকে এটি ১৯৮ কিমি দূরে অবস্থিত।

সুযোগ-সুবিধা সম্পাদনা

এই বন্দরটিতে মোট ৫০০ টি নথিভুক্ত ট্রলার ও মাছধরা নৌকা রয়েছে।

ইতিহাস সম্পাদনা

বন্দরটি দুটি ধাপে গড়ে উঠেছে। প্রথম ধাপে বন্দরটি ১৯৮৩ সালে ১৫০ টি মাছধারা নৌকা এবং ট্রলার, বরফ কল, হিমঘর, ডিজেল বিক্রয় কেন্দ্র, ড্রাই ডক, বিশুদ্ধ জল ও জাল বুনন কেন্দ্র নিয়ে গড়ে ওঠে। প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হয় ১৯৮৭ সাল। এই ধাপে মোট ৫০০০ জনের কর্মসংস্থান হয়। দ্বিতীয় ধাপের কাজ ১৯৯৬ সালে শুরু হয় এবং শেষ হয় ২০০০ সালে। এই ধাপে ৭০০০ জনের কর্মসংস্থান হয়েছে। দ্বিতীয় ধাপে মোট ২২০ টি ট্রলার ও নৌকা রয়েছে। প্রধাপের নির্মাণ খরচ ৩ কোটি ও দ্বিতীয় ধাপে নির্মাণ খরচ হয় ৮ কোটি টাকা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চড়া, সংকটে দীঘা মৎস্য আহরণ কেন্দ্র"। আনন্দবাজার প্রত্রিকা। ১২ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬