শওকত আলী (বীর প্রতীক)
শওকত আলী (আনু. ১৯৫২–৪ জুলাই ২০২০) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। স্বাধীনতা যুদ্ধে তার অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেন। মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২]
শওকত আলী | |
---|---|
জন্ম | আনু. ১৯৫২ |
মৃত্যু | ৪ জুলাই ২০২০ |
জাতীয়তা | বাংলাদেশী |
পরিচিতির কারণ | মুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তা |
সন্তান | ১ ছেলে ও ১ মেয়ে |
পুরস্কার | বীর প্রতীক |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাশওকত আলী আনু. ১৯৫২ সালে নওগাঁর রানীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের নাসিরাবাদ প্রপার্টিজ এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি ১৯৬৮ সালে ম্যাট্রিক পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়ে ১৯৭০ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
মুক্তিযুদ্ধে ভূমিকা
সম্পাদনাশওকত আলী চট্টগ্রামে প্রতিরোধ পর্বে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একাংশের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধে তার অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।[৩]
মৃত্যু
সম্পাদনাশওকত আলী ৪ জুলাই ২০২০ সালে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে চট্টগ্রামের গরিব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ডেস্ক, প্রথম আলো (২০২১-০৬-১৫)। "শওকত আলী, বীর প্রতীক"। চিরন্তন ১৯৭১ | প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২১।
- ↑ একাত্তরের বীরযোদ্ধাদের অবিস্মরণীয় জীবনগাঁথা - খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারকগ্রন্থ। জনতা ব্যাংক লিমিটেড। জুন ২০১২। পৃষ্ঠা ১৪০। আইএসবিএন 9789843351449।
- ↑ স্মরণীয় স্মারক গাঁথা, তারিখঃ ২৪-১২-২০১২।
- ↑ "মেজর (অব.) শওকত আলী বীর প্রতীকের দাফন সম্পন্ন"। চ্যানেল আই অনলাইন। ৫ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২০।
পাদটীকা
সম্পাদনা- এই নিবন্ধে দৈনিক প্রথম আলোতে ১৩-০২-২০১২ তারিখে প্রকাশিত তোমাদের এ ঋণ শোধ হবে না প্রতিবেদন থেকে লেখা অনুলিপি করা হয়েছে। যা দৈনিক প্রথম আলো ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার-এলাইক ৩.০ আন্তর্জাতিক লাইসেন্সে উইকিপিডিয়ায় অবমুক্ত করেছে (অনুমতিপত্র)। প্রতিবেদনগুলি দৈনিক প্রথম আলোর মুক্তিযুদ্ধ ট্রাস্টের পক্ষে গ্রন্থনা করেছেন রাশেদুর রহমান (যিনি তারা রহমান নামেও পরিচিত)।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |