লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৪৫ সালে গোলাম রহমান কেরানী প্রথম জমি দান করে এলাকার শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজ সেবক ব্যক্তিদের নিয়ে অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠা করেন।[১] মাদ্রাসাটির ফাজিল স্তর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে এবং দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে রয়েছে।[২] মাদ্রাসাটির ফাজিল স্তর সর্বপ্রথম ২০০৬ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে এরপরে ২০১৬ সালে মাদ্রাসাটি পুনরায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিতে স্থানান্তর করা হয়। এই মাদ্রাসার ইআইআইএন নাম্বার হলো ১০৪৫৭২ এবং এমপিও নাম্বার হলো ২১৮০৪২৩০১।[৩] মাদ্রাসাটিতে ইসলামি শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম ড. আব্দুল কাদির নিজামী।[৪]
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১৯৪৫ |
প্রতিষ্ঠাতা | গোলাম রহমান কেরানী |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
অধ্যক্ষ | আব্দুল কাদির নিজামী |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ৪০০ |
ঠিকানা | লোহাগাড়া , , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
EIIN সংখ্যা | ১০৪৫৭২ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন |
এমপিও সংখ্যা | ২১৮০৪২৩০১ |
ওয়েবসাইট | https://locator.eduportalbd.com/institutes/?ins=104572 |
অধ্যক্ষ তালিকা
সম্পাদনাপ্রতিষ্ঠালগ্ন থেকে ৩০/১০/১৯৭৬ পর্যন্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন- মাওলানা মুহাম্মদ লোকমান, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু তাহের, মাওলানা নুরুল হুসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নুর আহমদ, মাওলানা মুস্তফিজুর রহমান। ১.মাওলানা আবদুর রউফ রহ: (বাঁশখালী) (০১/১১/১৯৭৬----৩০/০৯/১৯৭৭), ২. জনাব মাওলনা শফিক আহমদ রহ: (চুনতি) (০১/১০/১৯৭৭----৩১/০৭/১৯৮০) ৩.মাওলানা মোস্তফিজুর রহমান (সাতকানিয়া) (০১/০৮/১৯৮০----৩১/০১/১৯৮৯) ৪. মাওলানা মোস্তফা কামাল রহ: (লোহাগাড়া) (০১/০২/১৯৮৯-----৩১/০৮/১৯৯৪) ৫.মোহাম্মদ মোজতবা রহ: (চুনতি)(০৩/১০/১৯৯৪-----০৫/০৪/২০১০) ৬.এ, এ, এম ফাতহুল কাদীর (খুলনা) (২৬/০৯/২০১০----১০/১০/২০১৫) ৭. মুহাম্মদ এনামুল করীম আনছারী (ভারপ্রাপ্ত) (সাতকানিয়া) (১১/১০/২০১৫----১৯/১১/২০১৭) ৮. ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী (ভারপ্রাপ্ত) (লোহাগাড়া) (২০/১১/২০১৭----৩১-১০/২০২২) ৯. ড. মুহাম্মদ আবদুল কাদের (০১/১১/২০২২ইং ---বর্তমান)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ নিজামী, ড. আব্দুল কাদের। "লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা"। deshchitro.com (ইংরেজি ভাষায়)।
- ↑ "গভর্নিং বডি – চট্টগ্রাম বিভাগের আলিয়া মাদ্রাসা – Islamic Arabic University"। iau.edu.bd। ২০২৪-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৭।
- ↑ "লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা"। সহপাঠী ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২১।
- ↑ "লোহাগাড়া মাদরাসার নতুন অধ্যক্ষ ড. আব্দুল কাদির নিজামী"। dailynayadiganta.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২১।