চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা

চুনতি হাকিমিযা কামিল মাদরাসা বাংলাদেশর চট্টগ্রাম জেলার একটি ইসলাম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। ১৮১০ সালে চট্টগ্রামের চুনতি গ্রামে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় । দেশ-বিদেশে সমানভাবে সুপরিচিত এই মাদরাসা এক অনন্য 'শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান'

চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা
স্থাপিত১৮১০
প্রতিষ্ঠাতাহযরত শাহ্ মাওলানা আব্দুল হাকীম (রা:) [১]
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬–২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬–বর্তমান)
চেয়ারম্যানঅধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন
অধ্যক্ষমাওলানা ফারুক হোসাইন [২]
শিক্ষার্থী৩০০০+
অবস্থান
২১°৫৮′০৫″ উত্তর ৯২°০৪′২৩″ পূর্ব / ২১.৯৬৮১৪১৯° উত্তর ৯২.০৭৩১৮৩৩° পূর্ব / 21.9681419; 92.0731833
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
মানচিত্র

অবস্থান সম্পাদনা

চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, এটি চট্টগ্রামের জেলার লোহাগাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা[৩][৪][৫] এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ শিক্ষা কামিল পর্যন্ত রয়েছে। এই প্রতিষ্ঠানে প্রায় ৩০০০ শিক্ষার্থী রয়েছে। এখানে শিক্ষার্থীদের থাকার জন্য ছাত্রাবাস রয়েছে। চট্টগ্রাম মহানগর হতে এই মাদ্রাসার দূরত্ব ৭০ কিলোমিটার, সবুজ পাহাড় ও ছায়াঘেরা অপরূপ চুনতি গ্রামে এই প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠানের অবস্থান।

ইতিহাস সম্পাদনা

এটি ১৮১০ সালে বালাকোট এর যোদ্ধা গাজি হাকিমিয়ার নামে প্রতিষ্ঠিত হয়। এর পাশে অবস্থিত চুনতির বিখ্যাত ১৯ দিন ব্যাপী সিরাত মাহফিল এর ময়দান, যা শাহ হাফেজ আহমদ শাহ সাহেব , এর নামে নামকরণ করা হয়েছে।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০০৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় সংশোধনী আইন, ২০০৬ মোতাবেক মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।[৬] এর ফলে ফাজিল ও কামিল পরীক্ষা উভয় মিলিয়ে সাধারণ শিক্ষার পূর্ণ স্নাতক ডিগ্রির সমমান লাভ করে। পরবর্তীতে ২০১৬ সালে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিকায়ন করার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, এবং ফলে আলিয়া মাদ্রাসাগুলোকে সেটির আওতাভুক্ত করা হয়।[৭]

অধ্যক্ষগণের তালিকা সম্পাদনা

১৮১০ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত মাদ্‌রাসা পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন সঠিকভাবে তা জানা সম্ভব হয়নি৷ তবে ১৯৩৭ সাল থেকে যাঁরা বিভিন্ন সময় মাদ্‌রাসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তাঁরা হচ্ছেন-
পদবী সন্মানিত অধ্যক্ষগণের নাম সময়কাল
অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবহান (রহ:), লোহাগাড়া, চট্টগ্রাম ১৯৩৭-১৯৪২
অধ্যক্ষ মাওলানা নুরুল হোসাইন (রহ:) চুনতী, চট্টগ্রাম ১৯৪২-১৯৪৩
অধ্যক্ষ মাওলানা সৈয়দ আহমদ আনকানী (রহ:) ১৯৪৩-১৯৪৪
অধ্যক্ষ মাওলানা ফজলুল্লাহ্‌ (রহ:), বাবুনগর, সাতকানিয়া, চট্টগ্রাম ১৯৪৫-১৯৪৯
অধ্যক্ষ মাওলানা আবু তাহের নাজের (রহ:) চট্টগ্রাম ১৯৪৯-১৯৬৩
অধ্যক্ষ শাহ্‌ মাওলানা হাবীব আহমদ (রহ:) পীর সাহেব কেবলা, চুনতী, চট্টগ্রাম ১৯৭৬-১৯৮১
অধ্যক্ষ শাহ্‌ মাওলানা শফিক আহমদ(রহ:), চুনতী, চট্টগ্রাম ১৯৮২-১৯৮৬
অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর রফিক, চুনতী, লোহাগাড়া, চট্টগ্রাম ১৯৮৬-১৯৮৭
অধ্যক্ষ ড. মাওলানা আ.ক.ম আব্দুল কাদের ১৯৮৭-১৯৮৯
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আজিজুল হক ১৯৮৯-১৯৯২
অধ্যক্ষ মাওলানা মহমুদুল হক, কক্সবাজার ১৯৯২-২০০৬
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ন আতীক আহমদ এপ্রিল ২০০৬- ডিসেম্বর ২০০৬
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছাবের হেলালী, ছদাহা, চট্টগ্রাম জানুয়ারী ২০০৭- ডিসেম্বর ২০০৭
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ন. আতীক আহমদ জানুয়ারী ২০০৮- নভেম্ভর ২০১১
অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী নভেম্বর ২০১১- ২০২১

উল্লেখযোগ্য শিক্ষার্থী সম্পাদনা

▪️মেজর জয়নুল আবেদীন বাচ্চু মিয়া- বিডিআর বিদ্রোহের রূপকার। প্রধানমন্ত্রীর প্রাক্তন সামরিক সচিব

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা" 
  2. "চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক ও বর্তমান অধ্যক্ষ" 
  3. "চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসা-Chunati Hakimia Kamil Madrasa, Chittagong (+8801819177856)"vymaps.com। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২২ 
  4. "চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার তোলাবায়ে সাবেকিনের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন"alokitobangladesh। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২২ 
  5. Chunati.com। "Chunati Barta 2"chunati.com। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২২ 
  6. "আলিয়া মাদরাসার উৎপত্তি ও ক্রমবিকাশ"lekhapora24.net। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  7. "মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রত্যাশা"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  8. লোহাগাড়া প্রতিনিধি (১৫ নভেম্বর ২০২১)। "কাবার গিলাফের প্রধান ক্যালিওগ্রাফার লোহাগাড়ার মুখতার পেলেন বিরল সম্মান"দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১