লোরা গঞ্জালেজ
লোরা গঞ্জালেজ (ফরাসি: Laura Gonzalez; জন্ম: ২ সেপ্টেম্বর ২০০০) হলেন একজন ফরাসি সমলয় সাঁতারু, যিনি ফ্রান্সের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | [১] তুলুজ, ফ্রান্স | ২ সেপ্টেম্বর ২০০০
ক্রীড়া | |
দেশ | ফ্রান্স |
ক্রীড়া | সাঁতার |
ধরন | সমলয় সাঁতার |
গঞ্জালেজ ফ্রান্সের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনালোরা গঞ্জালেজ ২০০০ সালের ২রা সেপ্টেম্বর তারিখে ফ্রান্সের তুলুজে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
সম্পাদনাগঞ্জালেজ ফ্রান্সের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি লেলিস আলাভেজ, আনাস্তাসিয়া বায়ান্দিনা, অঁব্রে এস্নো, রোমান লুনেল, এভ প্লানেক্স, শার্লত ত্রম্বল এবং লোরা ত্রম্বলের সাথে ফ্রান্সের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৭৭.৭৯২৫, ফ্রি রুটিনে ৩৪০.০৫৬১ এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে ২৬৮.৮০০১ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৮৮৬.৬৪৮৭ পয়েন্ট নিয়ে তারা ৪র্থ স্থান অধিকার করেছেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ ক খ "GONZALEZ Laura" [লোরা গঞ্জালেজ]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে লোরা গঞ্জালেজ (ইংরেজি)