লোফুরা (লাতিন ভাষা: Lophura) হচ্ছে Phasianidae পরিবারের একটি গণের নাম, যা মথুর ও আগুনপুচ্ছিদের নিয়ে গঠিত।এরা গোলাকার ডানার ভূচর পাখি; ৫ম ও ৬ষ্ঠ প্রান্ত পালক দীর্ঘতম, ১মটি ছোট, ২য়টি ৯ম বা ১০ম টির সমান; লেজ চাপা, পুরুষপাখির লেজের পালক প্রশস্ত ও কাস্তের মত বাঁকা; ঠোঁট মাঝারি আকারের, শক্তিশালী; পালকহীন উন্মুুক্ত মুখের ত্বকে উজ্জ্বল রঙ; পুরুষপাখির পায়ের পিছনে গজালের মত খাড়া নখর, কোন কোন প্রজাতির স্ত্রীপাখির পায়েও তা আছে; পুরুষ ও স্ত্রীপাখির চেহারায় অনেক পার্থক্য আছে।[] এই গণে ১২ টি প্রজাতি এবং কতিপয় উপপ্রজাতি রয়েছে।

Gallopheasants
Lophura swinhoii - Swinhoe Pheasant
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Galliformes
পরিবার: Phasianidae
উপপরিবার: Phasianinae
গণ: Lophura
Fleming, 1822

প্রজাতিসমূহ

সম্পাদনা

Lophura hatinhensis এবং Lophura hoogerwerfi মাঝে মাঝে উপপ্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। এই দুটি বাদে এই গণে বাকি থাকে ১০টি প্রজাতি। অন্য উপ-প্রজাতিগুলোকে মাঝে মাঝে দূরের প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৮।