লোকাল (২০২৩-এর চলচ্চিত্র)
সাইফ চন্দন পরিচালিত ২০২৩-এর চলচ্চিত্র
লোকাল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন পরিচালক সাইফ চন্দন। এতে অভিনয় করেছেন আদর আজাদ, শবনম বুবলী, মিশা সওদাগর সহ আরও অনেকে।[১][২][৩]
পরিচালক | সাইফ চন্দন |
---|---|
প্রযোজক | আবুল কালাম আজাদ |
চিত্রনাট্যকার | ফেরারী ফরহাদ |
কাহিনিকার | ফেরারী ফরহাদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আয়ুশ দাস |
চিত্রগ্রাহক | বিশ্বজিৎ দত্ত |
সম্পাদক | আকরামুল হক |
প্রযোজনা কোম্পানি | ক্লিওপেট্রা ফিল্মস |
পরিবেশক | টাইগার মিডিয়া লিমিটেড |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পী
সম্পাদনা- আদর আজাদ
- শবনম বুবলি
- মিশা সওদাগর
- সাঞ্জু জন
- এলিনা শাম্মী
- আনোয়ার
- স্বাধীন
- শিবা শানু
- ডন
- বড়দা মিঠু
- আহমেদ শরীফ
নির্মাণ
সম্পাদনাচলচ্চিত্রটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস। চলচ্চিত্রটির জন্য চিত্রগ্রহণ শুরু ২০২২ সালের ৯ মার্চ। ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক স্থানে এটি চিত্রায়িত হয়।
সঙ্গীত
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "খেলা হবে" | সুদীপ কুমার দীপ, প্লাবন ইমদাদ | আয়ুশ দাস ও চৈতিপর্ণা দে | ৪:১৭ |
২. | "মন পাগলা" | প্লাবন ইমদাদ | মাহতিম সাকিব | ৪:৪৬ |
মুক্তি
সম্পাদনা১৫ই এপ্রিল ২০২৩ ইউটিউবে সিনেমাটির ট্রেইলার ছাড়া হয়। ছাড়ার পর ট্রেইলারটি প্রশংসিত হয়।[৪][৫] ১৮ই এপ্রিল সিনেমাটির প্রথম গান "খেলা হবে ছাড়া হয়।[৬] সিনেমাটি ২০২৩ সালের ঈদ উল ফিতরে মুক্তি পায়।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "আদর-বুবলীর 'লোকাল' আসছে ঈদে"। bdnews24। ২০২৩-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "ট্রেলারে চমক, ঈদে আসছে আদর-বুবলীর 'লোকাল'"। banglanews24.com। ২০২৩-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "'লোকাল'র ট্রেলারে আদর-বুবলী, নির্মাণে পাচ্ছে প্রশংসা"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "প্রশংসা পাচ্ছে 'লোকাল'-এর ট্রেলার, মুক্তি ঈদে"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "প্রশংসিত 'লোকাল'র ট্রেলার"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "মুক্তি পেল বুবলীর 'খেলা হবে'"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।
- ↑ "ট্রেইলারে চমক দেখালো 'লোকাল', মুক্তি ঈদে"। এনটিভি। ২০২৩-০৪-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯।