লোকসভার অধ্যক্ষ
অধ্যক্ষ হলেন ভারতীয় সংসদের নিম্নকক্ষের সভা পরিচালক বা প্রিসাইডিং অফিসার। তার ভূমিকা অন্যান্য দেশের ওয়েস্টমিনস্টার ধাঁচের সরকারে স্পিকারের ভূমিকার সমতুল্য।
লোকসভার অধ্যক্ষ | |
---|---|
![]() | |
বাসভবন | নতুন দিল্লি, ভারত |
নিয়োগকর্তা | ভারতের রাষ্ট্রপতি |
সর্বপ্রথম | গণেশ বাসুদেব মাবলণকর |
গঠন | ১৯৫২ |
ওয়েবসাইট | লোকসভার অধ্যক্ষের কার্যালয় |
সাধারণ নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে সদস্যদের মধ্যে থেকে পাঁচ বছরের মেয়াদের অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়।
ক্ষমতা ও কাজসম্পাদনা
অধ্যক্ষ লোকসভার অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন। কোনো বিল অর্থ বিল কিনা তা তিনিই স্থির করেন। তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন। কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে অধ্যক্ষ বরখাস্ত করতে পারেন। তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, তিরস্কার প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন। অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও অধ্যক্ষ স্থির করেন। অধ্যক্ষ নির্বাচনের তারিখ রাষ্ট্রপতি নির্বাচন করেন।
অধ্যক্ষের তালিকাসম্পাদনা
কংগ্রেসের বলরাম জাখর এখনও পর্যন্ত দীর্ঘতম মেয়াদের অধ্যক্ষ, তিনি ৯ বছর, ১০ মাস, ২৭ দিন অধ্যক্ষ পদে ছিলেন।