লুকাস টিল

মার্কিন অভিনেতা

লুকাস ড্যানিয়েল টিল(জন্মঃ ১০আগস্ট, ১৯৯০) একজন আমেরিকার অভিনেতা। তার অভিনয় জীবন শুরু হয় ২০০০এর শুরুর দিকে।

লুকাস টিল
Lucas Till (cropped).jpg
২০১৫তে এক্স-ম্যানঃ এপোক্যালিপস এর প্রমশনে স্যান ডিয়েগো কমিক-কন ইন্টারন্যাশনালে লুকাস
জন্ম
লুকাস ড্যানিয়েল টিল

(1990-08-10) ১০ আগস্ট ১৯৯০ (বয়স ৩২)
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৩–বর্তমান
পরিচিতির কারণহ্যাবোক

প্রাথমিক জীবনসম্পাদনা

লুকাস ড্যানিয়েল টিল ১০আগস্ট, ১৯৯০সালে ফর্ট হুড, টেক্সাসে জন্মগ্রহণ করেন। তার মা ডানা লিন ও বাবা জন মার্ক টিল, যিনি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল।[১][২][৩] তার মা পেশায় একজন রসায়নবিদ।[৪] টিলের শৈশব কাটে জর্জিয়ার আটলান্টাতে। সে কেল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।

কর্মজীবনসম্পাদনা

পুরস্কার এবং সম্মাননাসম্পাদনা

বছর পরস্কার বিভাগ কাজ ফলাফল তথ্যসূত্র
২০০৯ ১১তম টিন চয়েস এওয়ার্ডস চয়েস মুভি অ্যাক্টরঃ সঙ্গিত/নাচ
হান্নাহ মন্টানাঃ দ্যা মুভি
মনোনীত
চয়েস মুভিঃ লিপলক (যৌথভাবে পেয়েছেন মিলে সাইরাস) মনোনীত
২০১১ ১৩তম টিন চয়েস এওয়ার্ডস চয়েস মুভিঃ কেমিস্ট্রি (যৌথভাবে পেয়েছেন জেনিফার লরেন্স, নিকোলাস হোল্ট, জো ক্র্যাভিটজ)
এক্স-ম্যানঃ ফার্স্ট ক্লাস
মনোনীত
২০১৮ ২০তম টিন চয়েস এওয়ার্ডস চয়েস মুভি অ্যাক্টর: অ্যাকশন
ম্যাকগাইভার
মনোনীত

তথ্যসূত্রসম্পাদনা

  1. "DA MAN magazine - consummate style for today's bon vivant – Lucas Till Exclusive in DA MAN"। Daman.co.id। ২০১১-০৫-১৬। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৩ 
  2. "Dark Hearts : A Film by Rudolf Bwitendach" (পিডিএফ)। Darkheartsthemovie.com। ২০১৫-০১-১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৩ 
  3. "Dana Brady Till (@dbtill) on Twitter"। Mobile.twitter.com। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৩ 
  4. MacGyver star Lucas Till talks season 2, Hawaii Five-0 crossover ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে Melissa Hank, Canada.com, September 26, 2017

বহিঃসংযোগসম্পাদনা