লীলাবতী ভট্টাচার্য

ভারতীয় পদার্থবিজ্ঞানী

লীলাবতী ভট্টাচার্য একজন খনিজবিদ, কেলাসবিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞানী। তিনি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর সাথে পড়াশোনা করেছিলেন এবং ১৯৫১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার বিজ্ঞান কলেজ ক্যাম্পাস থেকে পদার্থবিদ্যায় এমএসসি পাস করেন। লীলাবতী ভট্টাচার্য গাঠনিক কেলাসবিদ্যা, আলোক রূপান্তর পদ্ধতি, কম্পিউটার প্রোগ্রামিং, দশান্তর, কেলাসন গ্রোথ, ভূসংস্থান ইত্যাদি ক্ষেত্রে কাজ করেছেন। [১] তিনি ভারতের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের জ্যেষ্ঠ খনিজবিদ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীকালে এর পরিচালক (খনিজ পদার্থবিজ্ঞান) হয়েছিলেন। তিনি শিব ব্রত ভট্টাচার্যের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে।

পরীক্ষাগারে লীলাবতী ভট্টাচার্য

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bednowitz, Allan L.; Segmüller, Armin P. (২০১৩-০৪-১৭)। World Directory of Crystallographers: And of Other Scientists Employing Crystallographic Methods (ইংরেজি ভাষায়)। Springer Science & Business Media। আইএসবিএন 9789401737012