লি মিউং-হি (কোরীয়이명희; জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৪৪) হলেন একজন দক্ষিণ কোরীয় ব্যবসায়ী যিনি শিনসেগায়ে গ্রুপের প্রধান। তিনি স্যামসাং প্রতিষ্ঠাতা লি বিউং-চুলের কনিষ্ঠ কন্যা এবং বর্তমান স্যামসাং প্রধান লি কুন-হিয়ের বোন। ফোর্বস তাকে ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় বিশ নম্বরে রেখেছিল।[২]

লি মিউং-হি
২০১৬ সালে লি মিউং হি
জন্ম (1944-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৪৪ (বয়স ৭৯)
উইরেয়োং, দক্ষিণ গিয়েওংসাং প্রদেশ, জাপানি কোরিয়া (বর্তমান: দক্ষিণ কোরিয়া)
জাতীয়তাদক্ষিণ কোরীয়
মাতৃশিক্ষায়তনএওহা উইমেন্স ইউনিভার্সিটি
পেশাশিনিসেগায়ে গ্রুপের প্রধান
দাম্পত্য সঙ্গীচুং জায়ে-এউ
সন্তান
পিতা-মাতালি বিউং-চুল
পার্ক ডু-এউল
কোরীয় নাম
হাঙ্গুল
হাঞ্জা
সংশোধিত রোমানীকরণLee Myeonghui
ম্যাক্কিউন-রাইশাওয়াI Myŏnghŭi

জীবনী সম্পাদনা

১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া লি মিউং হি সিউলের এওহা গার্লস হাইস্কুল এবং এওহা উইমেন্স ইউনিভার্সিটিতে পড়েছেন। গৃহিণী হিসেবে দশ বছর কাটানোর পর ১৯৭৯ সালে তিনি শিনসেগায়ে ডিপার্টমেন্ট স্টোরের সেলস এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৭ সালে কোম্পানিটি স্যামসাং থেকে আলাদা হয়ে গেলে তিনি এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[২]

বিতর্ক সম্পাদনা

২০০৬ সালে ৮০,০০০ কোটি ওন অর্থ গোপন করার জন্য তাকে ৩৫,০০০ কোটি ওন (৩০ কোটি মার্কিন ডলার) জরিমানা দেওয়া লেগেছিল ; ২০১২ সালে দেশটির ফেয়ার ট্রেড কমিশন গ্রাহকদের কাছ থেকে একই হারে বিক্রয় মাশুল না রাখার দায়ে তাকে ৪০০ কোটি ওন (৩৪ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছিল এবং ২০১৫ সালে তাকে ৮,০০০ কোটি ওন (৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার) সমমূল্যের শেয়ারের তথ্য গোপন করার দায়ে তাকে ৭,০০০ কোটি ওন জরিমানা করা হয়েছিল।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Lee Myung-Hee", Forbes (profile), সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭ 
  2. "Lee Myung-hee"The Investor। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭ 
  3. Bae, Ji-sook (১০ নভেম্বর ২০১৫)। "Shinsegae chairwoman caught with borrowed-name stocks again"The Korea Herald। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭