লি ইয়ু-হিয়ান

দক্ষিণ কোরীয় ফুটবলার

লি ইয়ু-হিয়ান (কোরীয়: 이유현, ইংরেজি: Lee You-hyeon; জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৯৭) হলেন একজন দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কে লিগ ১-এর ক্লাব জেওনবুক হুন্দাই মোটরস এবং দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

লি ইয়ু-হিয়ান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লি ইয়ু-হিয়ান
জন্ম (1997-02-08) ৮ ফেব্রুয়ারি ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান কোয়াংইয়াং, দক্ষিণ কোরিয়া
উচ্চতা ১.৭৯ মিটার (৫ ফুট ১০  ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
জেওনবুক হুন্দাই মোটরস
জার্সি নম্বর ২৭
যুব পর্যায়
২০১২–২০১৪ কোয়াংইয়াং চেচাল হাই স্কুল
২০১৫–২০১৬ দানকুক বিশ্ববিদ্যালয়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০২০ জেওনাম ড্রাগনস ৭৫ (২)
২০২১– জেওনবুক হুন্দাই মোটরস (০)
জাতীয় দল
২০১৫–২০১৭ দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ ২৫ (২)
২০১৯– দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ ১৬ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:০৬, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০৬, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৫ সালে, ইয়ু-হিয়ান দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। দলগতভাবে, ইয়ু-হিয়ান এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

লি ইয়ু-হিয়ান ১৯৯৭ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে দক্ষিণ কোরিয়ার কোয়াংইয়াংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ইয়ু-হিয়ান জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২][৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃষ্ঠা ১০। 
  2. "[오피셜] '이강인-황의조' 포함 김학범호, 올림픽 최종 명단 발표" [কিম হাক-পামের টোকিও অলিম্পিকের চূড়ান্ত দল ঘোষণা করেছেন]। naver.com (কোরীয় ভাষায়)। স্পোর্টাল কোরিয়া। ৩০ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১ 
  3. "[오피셜] 명단 발표 한나절 만에...올림픽 대표팀, 추가 4인 명단 2일 발표" [দল ঘোষণার এক দিন পর অতিরিক্ত ৪ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে]। naver.com (কোরীয় ভাষায়)। ২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২১ 
  4. "[오피셜] 김민재, 결국 올림픽 못 간다... 박지수 대체 발탁" [পার্ক সি-সু চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত]। naver.com (কোরীয় ভাষায়)। ১৬ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা