লিংকনস্ ইন-এর সভ্যবৃন্দের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
লিংকনস্ ইন হতে সম্মান-সূচক 'বার এট ল'' ডিগ্রি অর্জনকারী উপমহাদেশীয় ব্যক্তি-বর্গের নামের তালিকা এখানে দেয়া হলো:
- জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর (২৪ জানুয়ারি ১৮২৬ – ৫ জানুয়ারি ১৮৯০) - প্রথম এশীয় ব্যারিস্টার।
- মনমোহন ঘোষ (১৩ মার্চ ১৮৪৪ - ১৬ অক্টোবর ১৮৯৬) - ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যারিস্টার।
- ডন ব্যারন জয়তিলক (১৩ ফেব্রুয়ারি ১৮৬৮ – ২৯ মে ১৯৪৪) - শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রী।
- মুহাম্মদ আলী জিন্নাহ (২৫ ডিসেম্বর ১৮৭৬ – ১১ সেপ্টেম্বর ১৯৪৮) - পাকিস্তানের প্রতিষ্ঠাতা।
- আল্লামা ইকবাল (৯ নভেম্বর ১৮৭৭ - ২১ এপ্রিল ১৯৩৮) - ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ।
- পদ্মজী জিনওয়ালা (১৮৭৫ – ১৯৬২) - ভারতের প্রখ্যাত আইনবিদ।
- মুহাম্মদ হিদায়াতউল্লাহ (১৭ ডিসেম্বর ১৯০৫ - ১৮ সেপ্টেম্বর ১৯৯২) - ভারতের ১১দশ প্রধান বিচারপতি, ৬ষ্ঠ উপ-রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
- মির্জা হামিদুল্লাহ্ বেগ (২২ ফেব্রুয়ারি ১৯১৩ – ১৯ নভেম্বর ১৯৮৮) - ভারতের ১৫দশ প্রধান বিচারপতি।
- শঙ্কর দয়াল শর্মা (১৯ আগস্ট ১৯১৮ - ২৬ ডিসেম্বর ১৯৯৯) - ভারতের ৯ম রাষ্ট্রপতি।
- সুবিমল চন্দ্র রায় (১৯১২ - ১৯৭১) - ভারতের প্রখ্যাত আইনবিদ।
- সৈয়দ সাজ্জাদ আলী শাহ্ (জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৯৩৩) - পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি।
- ড. কামাল হোসেন (জন্ম: ২০ এপ্রিল ১৯৩৭) - বাংলাদেশের সংবিধানের প্রণেতা, আইনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী।
- জুলফিকার আলী ভুট্টো (৫ জানুয়ারি ১৯২৮ – ৪ এপ্রিল ১৯৭৯) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।