লালন মেলা

কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী মেলা

লালন মেলা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী মেলা।[১] এই লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে।[২] এছাড়াও দেশ বিদেশ থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে।[৩]

লালন মেলা
Loalon Mela
প্রতিষ্ঠিত১৯১০; ১১৪ বছর আগে (1910)
প্রতিষ্ঠার উদ্দেশ্যলালনের স্মরণে
ধরনসাংস্কৃতিক
স্থানলালন শাহের মাজার, ছেউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া জেলা
পুনরাবৃত্তির হারবছরে ২ বার
মেলা শুরু
  • ০১ মার্চ
  • ১৬ অক্টোবর
ব্যাপ্তি০৩ দিন
  1. ০১ মার্চ-০৩ মার্চ
  2. ১৭ অক্টোবর-১৯ অক্টোবর
আকর্ষণ
  • সিদ্ধি সেবন
  • বাউল সঙ্গীত

আকর্ষণ সম্পাদনা

এই লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে।[২] এছাড়াও দেশ বিদেশ থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে।[৩] এখানে রাতভর বাউল গানের উৎসব চলে। এই উপলক্ষে মাজারকে রঙ্গিন করে সাজনো হয়। তবে সমালোচনা আছে এই মেলায় সিদ্ধি সেবার আসর বসানো হয়, সাধক ও ভক্তরা এখানে এসে সিদ্ধি সেবন করে।[৪][৫]

মেলার উপলক্ষ সম্পাদনা

লালন মেলার ২টি উপলক্ষ বা কারণ রয়েছে।

  1. লালনের জন্মবার্ষিকী উপলক্ষে।
  2. লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

মেলা সময় সম্পাদনা

লালন মেলা প্রতিবছর দুইবার অনুষ্ঠিত হয়।

  1. দোল পূর্ণিমা উৎসবের সময়।[৬]
  2. বাংলা কার্তিক মাসের ১ তারিখ।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. BSS, Kushtia (২০২৩-০৩-০৩)। "Lalon festival in Kushtia from tomorrow"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৮ 
  2. "কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু আজ"সময় টিভি। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৮ 
  3. jagonews24.com। "কুষ্টিয়ায় লালনের দোল উৎসব"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৮ 
  4. "09.07.2005 - Indian plays' return to UC Berkeley stage"www.berkeley.edu। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৮ 
  5. Islam, Sirajul (২০০৩)। Banglapedia: National Encyclopedia of Bangladesh (ইংরেজি ভাষায়)। Asiatic Society of Bangladesh। আইএসবিএন 978-984-32-0577-3 
  6. Messenger, The Daily। "Three-day Lalon festival kicks off in Kushtia"The Daily Messenger (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৮ 
  7. "সাইঝির মাজার"সমকাল। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১