লায়ান মানুয়েল লুর রেকেলমে (স্পেনীয়: Layan Loor; জন্ম: ২৩ মে ২০০১; লায়ান লুর নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইকুয়েডরীয় ক্লাব উনিভেরসিদাদ কাতোলিকার হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

লায়ান লুর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লায়ান মানুয়েল লুর রেকেলমে
জন্ম (2001-05-23) ২৩ মে ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান লাগো আগ্রিও, ইকুয়েডর
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
উনিভেরসিদাদ কাতোলিকা
জার্সি নম্বর ১৮
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫৮, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০২৪ সালে, লুর ইকুয়েডর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ইকুয়েডরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

লায়ান মানুয়েল লুর রেকেলমে ২০০১ সালের ২৩শে মে তারিখে ইকুয়েডরের লাগো আগ্রিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

লুর ইকুয়েডর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইকুয়েডরের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৪ সালের ২০শে জানুয়ারি তারিখে তিনি কলম্বিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে ইকুয়েডর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Layan Loor"livefutbol.com (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৪ 
  2. https://int.soccerway.com/matches/2024/01/20/south-america/conmebol-pre-olympic-tournament/ecuador-under-23/colombia-under-23/4263851/
  3. "Layan Loor y su convocatoria a la Copa América: "No me lo esperaba"" (স্পেনীয় ভাষায়)। Olé। ৩১ মে ২০২৪। 

বহিঃসংযোগ

সম্পাদনা