লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিদ্যালয়গুলোর মধ্যে একটি। উক্ত বিদ্যালয়টি লক্ষ্মীপুর জেলার জেলা স্কুল হিসাবেও খ্যাত। এই বিদ্যালয়ে কেবলমাত্র ছাত্ররা পড়তে পারে। স্কুলটি প্রতি বছর সুনামের সাথে ভাল ফলাফল করে আসছে। বিদ্যালয়টি প্রাতঃ শাখা (সকাল ৮.৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত) এবং দিবা শাখা (সকাল ১১টা থেকে বিকাল ৪.৪০ পর্যন্ত) এই দুই ভাগে বিভক্ত। লক্ষ্মীপুর জেলার অনেক কৃতি সন্তান এই বিদ্যালয় থেকে অধ্যয়ন করে দেশের বিভিন্ন স্থানে স্বনামধন্য সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত রয়েছেন।

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়
অবস্থান

তথ্য
ধরনসরকারী
প্রতিষ্ঠাকাল১৮৮৭ সালে
প্রধান শিক্ষকজনাব উত্তম কুমার সাহা
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ১২০০ জন
শিক্ষায়তন১০ একর।

ইতিহাস সম্পাদনা

এই বিদ্যালয়টি ১৮৮৭ সালে তৎকালীন রহীম বক্স পন্ডিত নামে একজন শিক্ষকের হাত ধরে জুনিয়র মাদ্রাসা হিসেবে স্থাপিত হয় প্রতিষ্ঠানটি। অত:পর ১৯৩০ সালে হাই মাদ্রাসা হিসেবে উন্নিত হয়। এর পর ১৯৫৮ সনে হাইস্কুলে রূপান্তর করা হয়। আবার ১৯৬৩ সালে নাম পরিবর্তন করে এইচ এ সামাদ একাডেমী নামকরণ করা হয়। অতপর ১৯৮২ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয় এবং লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়। যা এখনও বর্তমান রয়েছে।[১]

অবস্থান সম্পাদনা

বিদ্যালয়টি জেলা শহরের অন্যতম ব্যস্ত ও জনগুরুত্বপূর্ণ সড়ক এস.আর. রোড এবং কলেজ রোড এর সংযোগ মোড়ে অবস্থিত। এটি লক্ষ্মীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সমসেরাবাদ এবং বাঞ্চানগর গ্রামের মধ্যে পড়েছে।

ক্যাম্পাস সম্পাদনা

বিদ্যালয়টি প্রায় ১০ একর ভুমির উপর অবস্থিত। এর ক্যাম্পাসের মধ্যে প্রাতঃ ও দিবা শাখার জন্য দুটি আলাদা একাডেমিক ভবন, একটি মসজিদ, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি স্কুল হোস্টেল, একটি অডিটেরিয়াম, দুটি বড় পুকুর এবং একটি বিশাল মাঠ বিদ্যমান।

পরিসংখ্যান সম্পাদনা

  • মোট প্রায় ১২০০ ছাত্র পড়াশোনা করে।
  • ছাত্রদের পাঠদানের জন্য প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষক রয়েছেন।
  • ফলাফলের ক্ষেত্রে প্রায় প্রতি বছর প্রথম স্থানে থাকে।
  • বিদ্যালয়ের পাশের হার ৯৯%

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা