র্বা-লো-ত্সা-বা-র্দো-র্জে-গ্রাগ্স

র্বা-লো-ত্সা-বা-র্দো-র্জে-গ্রাগ্স (ওয়াইলি: rwa lo tsA ba rdo rje grags) (১০১৬-?১১২৮) তিব্বতের বজ্রকীলয় সাধনপদ্ধতির একজন বৌদ্ধসাধক ছিলেন। তিনি প্রায় তেরোজন তিব্বতী বৌদ্ধ পন্ডিতকে হত্যা করেছিলেন।

র্বা-লো-ত্সা-বা-র্দো-র্জে-গ্রাগ্স

জন্ম ও শিক্ষা সম্পাদনা

র্বা-লো-ত্সা-বা-র্দো-র্জে-গ্রাগ্স ১০১৬ খ্রিষ্টাব্দে তিব্বতের স্নাং-য়ুল (ওয়াইলি: snang yul) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল র্বা-স্তোন-দ্কোন-ম্ছোগ-র্দো-র্জে (ওয়াইলি: rwa ston dkon mchog rdo rje) এবং মাতার নাম ছিল র্দো-র্জে-দ্পাল-'দ্জোম (ওয়াইলি: rdo rje dpal 'dzom)। তার পিতা র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের হেরুকা ও বজ্রকীলয় সাধনপদ্ধতির ধারক ছিলেন, যা তিনি তার পুত্রকে দান করেন। র্বা-লো-ত্সা-বা-র্দো-র্জে-গ্রাগ্স ১০৭৬ খ্রিষ্টাব্দে গুজ রাজ্যে অনুষ্ঠিত ধর্ম মহাসম্মেলনে যোগ দেন। এরপর তিনি গ্ন্যান-লো-ত্সা-বা-দার-মা-গ্রাগ্স (ওয়াইলি: gnyan lo tsA ba dar ma grags) এবং র্ঙ্গোগ-লো-ত্সা-বা-ল্দান-শেস-রাব নামক দুইজন তিব্বতী অনুবাদকের সাথে ভারত যাত্রা করেন। ভারতে তিনি ভারো ছাকদুম নামক এক পন্ডিতের নিকট বজ্রভৈরববজ্রবরাহী সাধন পদ্ধতি এবং মহাকরুণা নামক এক পন্ডিতের নিকট চক্রসম্বর ও নমসঙ্গীতি সমবন্ধে শিক্ষালাভ করেন।[১]

হত্যাকাণ্ড সম্পাদনা

এরপর তিনি তিব্বতে ফিরে এসে বিভিন্ন সম্পত্তিগত ঝামেলা এবং বিভিন্ন বৌদ্ধগুরুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এই রকম এক বিবাদে তিনি লাং-লাব-ব্যাং-ছুব-র্দো-র্জে (ওয়াইলি: lang lab byang chub rdo rje) নামক এক বজ্রকীলয় পদ্ধতির সাধককে হত্যা করেন। তিনি তেরোজন বৌদ্ধ সন্ন্যাসীকে হত্যা করেছিলেন বলে মনে করা হয়। এদের মধ্যে চক্রসম্বর সম্বরোদয় তন্ত্র গ্রন্থের অনুবাদক র্গ্যুস-স্মোন-লাম-গ্রাগ্স-পা (ওয়াইলি: rgyus smon lam grags pa), গুহ্যসমাজ গ্রন্থের অনুবাদক 'গোস-লো-ত্সা-বা-খুগ-পা-ল্হাস-ব্র্ত্সেস (ওয়াইলি: 'gos lo tsA ba khug pa lhas brtses) এবং মার-পা-ছোস-ক্যি-ব্লো-গ্রোসের পুত্র দার-মা-ম্দো-স্দে (ওয়াইলি: dar ma mdo sde) ছিলেন অন্যতম।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (2009-12)। "Ra Lotsāwa Dorje Drakpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-08  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন সম্পাদনা

  • Davidson, Ronald. 2005. Tibetan Renaissance. New York: Columbia University Press, pp. 129–141.
  • Decleer, Hubert. 1992. "The Melodious Drumsound All-Pervading: Sacred Biography of Rwa Lotsāwa: about early Lotsāwa rNam thar and Chos Byung". In Tibetan Studies: Proceedings of the 5th Seminar of the International Association for Tibetan Studies, Narita 1989, edited by Ihara Shoren and Yamaguchi Zuiho. Narita: Naritasan Shinshoji, pp. 13–28.
  • Decleer, Hubert. 1994-5. "Bajracharya Transmission in XIth Century Chobar: Bharo Maimhands main disciple Vajrakirti, the translator from Rwa." Buddhist Himalaya: Journal of Nāgārjuna Institute of Exact Methods, vol. 6, no. 1&2, pp. 1–17.
  • Dudjom Rinpoche. 2002. The Nyingma School of Tibetan Buddhism. Gyurme Dorje and Matthew Kapstein, trans. Boston: Wisdom, pp. 713–714.
  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 374–380.