রোনাল্ড নিউবোল্ড ব্রেসওয়েল

অস্ট্রেলীয় বিজ্ঞানী

রোনাল্ড নিউবোল্ড ব্রেসওয়েল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর লুইস এম টারম্যান অধ্যাপক।

রোনাল্ড নিউবোল্ড ব্রেসওয়েল
জন্ম(১৯২১-০৭-২২)২২ জুলাই ১৯২১
সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
মৃত্যু১২ আগস্ট ২০০৭(2007-08-12) (বয়স ৮৬)
জাতীয়তাঅস্ট্রেলিয়ান
মাতৃশিক্ষায়তনসিডনি বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
Sydney Boys High School
পুরস্কারIEEE Heinrich Hertz Medal (1994)
Officer of the Order of Australia (1998)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
গণিত
Radio astronomer
প্রতিষ্ঠানসমূহCSIRO
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাJ. A. Ratcliffe

ব্রেসওয়েল অস্ট্রেলিয়ার সিডনিতে ১৯২১ সালে জন্মগরহণ করেন। তিনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে গণিত ও পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৩ সালে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং এবং ১৯৪৮ সালে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এর ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি থেকে ১৯৪৯ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৫ সালের ডিসেম্বরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর তড়িৎ প্রকৌশলের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৪ সালে আইইইই হাইনরিখ কার্জ মেডেল লাভ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা