বিকিরণ চিকিৎসা
বিকিরণ চিকিৎসা বা রেডিওথেরাপি (ইংরেজি Radiation therapy থেকে Radiotherapy) হলো একধরনের চিকিৎসাকৌশল যা কর্কটরোগ (ক্যান্সার) এবং অর্বুদের (টিউমারের) মতো রোগের চিকিৎসাতে ব্যবহৃত হয়। এই চিকিৎসাতে সাধারণত উচ্চশক্তিসম্পন্ন রঞ্জনরশ্মি (এক্স রে) বা গামা রশ্মি ব্যবহার করে রোগাক্রান্ত কোষ ধ্বংস করা এবং রোগাক্রান্ত কোষের বৃদ্ধি ও বিভাজন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়।
রেডিয়েশন থেরাপি | |
---|---|
হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড | |
![]() ভেরিয়ান ক্লিনাক আইএক্স এক্সালেটর ব্যবহার করে শ্রোণীচক্রে রেডিয়েশন থেরাপি প্রদান করা হচ্ছে। পায়ের নিচে সুনির্দিষ্ট অবস্থান খুঁজে পেতে লেজার ও মোল্ড দেওয়া হয়েছে। | |
আইসিডি-১০-পিসিএস | টেমপ্লেট:ICD10PCS |
আইসিডি-৯-সিএম | 92.2-92.3 |
এমইএসএইচ | D011878 |
ওপিএস-৩০১ কোড: | 8–52 |
মেডিসিন প্লাস | 001918 |
চিকিৎসাতে ব্যবহারসম্পাদনা
বিকিরণ চিকিৎসা মানব দেহের অভ্যন্তরের রোগাক্রান্ত কোষ নষ্ট করতে ব্যবহৃত হয়। সাধারণত ক্যান্সার বা টিউমারের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। রোগের মাত্রার উপর ভিত্তি করে বিকিরণ চিকিৎসা বিভিন্ন ধরনের হয়। রোগের মাত্রা অনুযায়ী বিকিরণ চিকিৎসা এক বা একাধিকবারও প্রয়োগ করা যায়।
পার্শ্বপ্রতিক্রিয়াসম্পাদনা
বিকিরণ চিকিৎসা ব্যবহারের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এটি কর্কটরোগ (ক্যান্সার) বা অর্বুদের (টিউমারের) কোষ নষ্ট করার সাথে সাথে আবরণী কলার কোষগুলোর মতো অন্যান্য স্বাভাবিক কোষও নষ্ট করে দেয়।[১] এছাড়াও বিকিরণ চিকিৎসার ব্যবহারে থাইরয়েড গ্রন্থির মতো অঙ্গের কোষ অবস্থানচ্যুত বা নষ্ট হয়ে যায়।[২]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Radiation Therapy Side Effects and Ways to Manage Them. National Cancer Institute.
- ↑ Radiation Therapy for Breast Cancer: Possible Side Effects ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০১২ তারিখে rtanswers.com