রেডিও সিলন

শ্রীলঙ্কার সরকারি বেতার সংস্থা

রেডিও সিলন (সিংহলি: ලංකා ගුවන් විදුලි සේවය লঙ্কা গুওয়ান ভিদুলি সেভাইয়া, তামিল: இலங்கை வானொலி, ইলানকাই ভানোলি) হচ্ছে শ্রীলঙ্কা (পূর্বের সিংহল) ভিত্তিক একটি বেতার কেন্দ্র এবং এশিয়ার প্রথম বেতার কেন্দ্র। ইউরোপে সম্প্রচার উদ্বোধনের মাত্র তিন বছর পর, ১৯২৩ সালে ঔপনিবেশিক টেলিগ্রাফ বিভাগ কর্তৃক পরীক্ষামূলক ভিত্তিতে এটির সম্প্রচার শুরু হয়। এটি দক্ষিণ এশিয়ার পুরাতন বেতার কেন্দ্রসমূহের মধ্যে অন্যতম।

রেডিও সিলন
ধরনরেডিও, অনলাইন
দেশশ্রীলঙ্কা
প্রাপ্যতাজাতীয় ও আন্তর্জাতিক
মালিকানাশ্রীলঙ্কা সরকার
আরম্ভের তারিখ
১৯২৫ (রেডিও)
১৯৬৭ (ইনকর্পোরেশন)
প্রাক্তন নাম
কলম্বো রেডিও, রেডিও এসইএসি (১৯২৫-১৯৪৮)
অফিসিয়াল ওয়েবসাইট
www.slbc.lk

তথ্যসূত্র

সম্পাদনা