রেডমি গো (ইংরেজি: Redmi Go) শাওমি কর্তৃক উন্নয়নকৃত ও রেডমি সাবব্র্যান্ডের অধীনে বিক্রয়কৃত অ্যান্ড্রয়েড গো চালিত একটি স্মার্টফোন[][] ইউরোপ, ফিলিপাইন ও ভারতের জন্য ফেব্রুয়ারি ২০১৯ সালে এটার ঘোষণা দেয়া হয় []

রেডমি গো
ব্র্যান্ডরেডমি
প্রস্তুতকারকশাওমি
স্লোগানগো স্মার্ট, ডু মোর[]
সর্বপ্রথম মুক্তিফেব্রুয়ারি ২০১৯
ধরনস্মার্টফোন
ফর্ম বিষয়াদিসেলেট
ওজন১৩৭ গ্রাম
অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড ৮.১ "ওরিও"
অ্যান্ড্রয়েড গো
চিপে সিস্টেমকোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫
সিপিইউকরটেক্স-এ৫৩, কোয়াড-কোর ১.৪ গিগাহার্জ
জিপিইউএড্রেনো ৩০৮
মেমোরি১ জিবি
সংরক্ষণাগার৮ জিবি / ১৬ জিবি
অপসারণযোগ্য সংগ্রহস্থলমাইক্রোএসডি, ১২৮ জিবি পর্যন্ত
ব্যাটারি৩০০০ মিলিএম্পিয়ার আওয়ার
তথ্য ইনপুটমাইক্রোএসবি ২.০, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক
প্রদর্শন৫", ১৬:৯, ৭২০x১২৮০, আইপিএস এলসিডি, ২৯৪ পিপিআই
পিছন ক্যামেরা৮ ম্যাগাপিক্সেল এফ/২.০
সম্মুখ ক্যামেরা৫ ম্যাগাপিক্সেল এফ/২.২
শব্দমোনো লাউডস্পিকার
ওয়েবসাইটরেডমি গো
রেডমি গো রেডমি সংস্থার তৈরি একটি ফোন

পর্যাপ্ততা

সম্পাদনা

ইউরোপিয় বাজারে রেডমি গো ৮০ ইউরোতে বিক্রি হচ্ছে। [] পিএইচপি৩৯৯০ দামে ও ৪৪৯৯ রূপিতে লাজাদা ফিলিপিনে ও ভারতে পণ্যটি বিক্রি করছে।[][] পাশ্চাত্যের বাজারে পণ্যটি বিক্রি হচ্ছে না।

সবিস্তার বিবরণী

সম্পাদনা

হার্ডওয়্যার

সম্পাদনা

রেডমি ৪এ ও ৫এর সাথে রেডমি গোর অনেকগুলো সাদৃশ্য রয়েছে। তিনটি ফোনেরই একই ডিসপ্লে ও প্রসেসর রয়েছে, তবে রেডমি গো-এর র্যাম অন্য দুটোর চেয়ে কম, স্টোরেজ ও ক্যামেরার রেজ্যুলেশনও রেডমি গো এর কম। [] বিস্তার ও ব্যাটারির আয়তনের দিক থেকেও এর সাথে ৫এর মিল রয়েছে। এতে কোন ইউএসবি-সি পোর্ট নেই, আছে তুলনামূলক পুরোনো মাইক্রোইউএসবি। [] ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকোগনিশন কোনটাই এতে নেই। []

সফটওয়্যার

সম্পাদনা

রেডমি গোতে চলছে অ্যান্ড্রয়েড গো সংস্করণের ৮.১ এবং শাওমির নিজস্ব মিইউআই ব্যবহার করে না। []

অভ্যর্থন

সম্পাদনা

গ্যাজেট৩৬০ ফোনটিকে ১০ এ ৭ দিয়েছে, এর নিন্ম মূল্য, ডিজাইন এবং ব্যাটারি জীবনের জন্য তারা এর প্রশংসা করেছে, একই সাথে দূর্বল ক্যামেরা, সীমিত র্যাম, ও স্টোরেজের জন্য সমালোচনাও করেছে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মি বৈশ্বিক মূলপাতা – রেডমি গো"শাওমি বৈশ্বিক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  2. সাহা, স্নেহা (২৯ জানুয়ারি ২০১৯)। "Xiaomi Redmi Go announced officially, specs and features revealed but price not yet known"ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  3. "Xiaomi Redmi Note 7, Redmi Note 7 Pro and Redmi Go may launch in India this month: Likely specs, price and more"দ্যা টাইমস অব ইন্ডিয়া। ৮ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  4. "ভারতে রেডমি গো লঞ্চ হলো"gsmArena। ১৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  5. Akolawala, Tasneem (১ ফেব্রুয়ারি ২০১৯)। "ফিলিপিনে রেডমি গো এর মূল্য প্রকাশ"গ্যাজেট৩৬০। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০১৯ 
  6. "$৭৫ ডলারে ফিলিপিনে রেডমি গো প্রি-অর্ডার করা যাচ্ছে"জিএসএমঅ্যারেনা। ৩১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  7. "Compare Xiaomi Redmi Go vs. Xiaomi Redmi 4A vs. Xiaomi Redmi 5A"gsmArena (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫ 
  8. "Xiaomi Redmi Go – Full phone specifications"gsmArena (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  9. আভারি, জামশেদ (১ এপ্রিল ২০১৯)। "রেডমি গো-এর পর্যালোচনা"গ্যাজেট৩৬০। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯