রূপনারায়ণপুর রেলওয়ে স্টেশন

পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

রূপনারায়ণপুর রেলওয়ে স্টেশন হল ভারতীয় রেলের একটি ভূমিগত রেলওয়ে স্টেশন। এটি হাওড়া–দিল্লি প্রধান রেলপথের আসানসোল–পাটনা বিভাগের অন্তর্গত এবং পূর্ব রেলের দ্বারা পরিচালিত হয়। স্টেশনটি রূপনারায়ণপুর ও রূপনারায়ণপুরেরর পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। স্টেশনটিতে মোট ৩ টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনে প্রতিদিন ১৪ টি ট্রেন যাত্রাবিরতি করে।[১]

রূপনারায়ণপুর রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল
অবস্থানরূপনারায়ণপুর, পশ্চিমবঙ্গ, ভারত
 ভারত
স্থানাঙ্ক২৩°৪৭′০৬″ উত্তর ৮৬°৫১′০৮″ পূর্ব / ২৩.৭৮৪৮৯৭১° উত্তর ৮৬.৮৫২২৩৭২° পূর্ব / 23.7848971; 86.8522372
উচ্চতা১৯১ মিটার (৬২৭ ফু)
পরিচালিতপূর্ব রেল
লাইনহাওড়া–দিল্লি প্রধান রেলপথ
প্ল্যাটফর্ম৩ টি
নির্মাণ
গঠনের ধরনআদর্শ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ভাড়ার স্থানপূর্ব রেল
বৈদ্যুতীকরণ১৯৯৪–৯৫
অবস্থান
রূপনারায়ণপুর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
রূপনারায়ণপুর
রূপনারায়ণপুর
পশ্চিমবঙ্গে অবস্থান

ইতিহাস সম্পাদনা

বৈদ্যুতীকরণ সম্পাদনা

রেলওয়ে স্টেশন ও রেলপথের বৈদ্যুতীকরণ ১৯৯৪-৯৫ সালে কারা হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "RNPR/Rupnarayanpur (3 PFs)"। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২