রুপোলি গালওয়ালা ধনেশ

পাখির প্রজাতি

রুপোলি গালওয়ালা ধনেশ (Bycanistes brevis) হল বড় আকারের ধনেশ প্রজাতির পাখি। যার আয়তন হল ৭৫ থেকে ৮০ সেন্টিমিটার (৩০ থেকে ৩১ ইঞ্চি) এবং এদের ঠোটের ওপরে ক্রীম রঙের শিরস্ত্রাণ থাকে। মহিলাদের শিরস্ত্রাণের আকার ছোটো হয় এবং চোখের চারপাশে লাল রঙের চামড়া থাকে। এদের মাথার রঙ হয় ধূসর রঙের এবং পাখনার রঙ হয় কালো রঙের এবং পাখনার গোড়ার দিকে সাদা রঙের ছিট ছিট থাকে। রুপোলি গালওয়ালা ধনেশদের প্রধান বাসস্থান হয় পূর্ব আফ্রিকা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি জায়গায়। জিম্বাবোয়েতে এরা প্রধানত অল্প সংখ্যায় বর্তমান বাসস্থান হারাবার জন্য। দক্ষিণ আফ্রিকায় এদের সংখ্যা প্রায় কমে এসেছে কিন্তু এখনও লোকালয়ে কিছু কিছু ধনেশদের দেখা যায়। এরা হল একগামী প্রজাতি, জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। এদের প্রধান বাসস্থান হল গাছের গর্ত। এদের খাদ্যের মধ্যে প্রধান হল ডুমুর, বিভিন্ন ধরনের ফল, পোকামাকড় এবং গাছে বসবাসকারী ছোটো ছোটো প্রাণী। এদের প্রজনন কাল হল বসন্তকাল (সেপ্টেম্বর-অক্টোবর)। এরা প্রধানত ৩ টে ডিম পারে। ৪০ দিন ধরে এরা তাতে তা দেয়। ৮০ দিন পরে তরুণরা বাসা থেকে বাইরে বেরোয়।

রুপোলি গালওয়ালা ধনেশ
পুরুষ (মুখ অন্যদিকে) এবং মহিলা (ফোটোগ্রাফার এর দিকে তাকিয়ে) ল্যাগস চিড়িয়াখানা, পর্তুগাল
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Bucerotidae/Bucorvidae
গণ: Bycanistes
প্রজাতি: B. brevis
দ্বিপদী নাম
Bycanistes brevis
(Friedmann, 1929)
প্রতিশব্দ

Ceratogymna brevis

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Bycanistes brevis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা