রুডলফ কম্ফনার
অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী এবং পদার্থবিজ্ঞানী
রুডলফ কম্ফনার একজন অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী এবং পদার্থবিজ্ঞানী, যিনি ট্রাভেলিং-ওয়েভ টিউবের উদ্ভাবক হিসেবেই বেশি পরিচিত।
রুডলফ কম্ফনার | |
---|---|
জন্ম | ভিয়েনা, অস্ট্রিয়া | ১৬ মে ১৯০৯
মৃত্যু | ৩ ডিসেম্বর ১৯৭৭ স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬৮)
বাসস্থান | মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | তড়িৎ প্রকৌশল |
উল্লেখযোগ্য পুরস্কার | ডাডেল মেডেল অ্যান্ড প্রাইজ (১৯৫৫) স্টুয়ার্ট ব্যালেন্টাইন মেডেল (১৯৬০) আইইইই মেডেল অব অনার(১৯৭৩) ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৭৪) |
জীবনীসম্পাদনা
রুডলফ কম্ফনার ১৯০৯ সালের ১৬ মে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৫১ সালে ডিফিল ডিগ্রি অর্জন করেন। সে বছরই ডিসেম্বরে তিনি বেল ল্যাবসে যোগদান করেন। তিনি ৫৫টি প্যাটেন্টের অধিকারী। [১]
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
- ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৭৫
- ডাডেল মেডেল ১৯৫৫
- ডেভিড সারনফ অ্যাওয়ার্ড ১৯৬০
- স্টুয়ার্ট ব্যালেন্টাইন মেডেল ১৯৬০
- আইইইই মেডেল অব অনার ১৯৭৩
- সম্মানসূচক ডক্তর অব সায়েন্স, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ১৯৬৯