রিও গ্রান্দে দে সান্তিয়াগো
মেক্সিকোর নদী
রিও গ্রান্দে দে সান্তিয়াগো (স্পেনীয় ভাষায়: Río Grande de Santiago) পশ্চিম মধ্য মেক্সিকোর একটি নদী। লের্মা নদীর সাথে মিলে এটি মেক্সিকোর দীর্ঘতম নদীব্যবস্থা গঠন করেছে। নদীটি মেক্সিকোর হালিস্কো রাজ্যের চাপালা হ্রদে উৎপত্তি লাভ করে ৫৪৭ কিলোমিটার ধরে উত্তর-পশ্চিমে প্রবাহিত হয়ে নায়ারিত রাজ্যের সান ব্লাস শহরের কাছে প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। হালিস্কো রাজ্যে নদীটির উপর একটি বিখ্যাত জলপ্রপাত আছে, যার নাম হুয়ানাকাৎলান। নদীটি নৌপরিবহনের উপযোগী নয়, তবে এটি সেচ কাজে ও জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়।
রিও গ্রান্দে দে সান্তিয়াগো | |
---|---|
অবস্থান | |
দেশ | মেক্সিকো |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | |
• অবস্থান | চাপালা হ্রদ |
মোহনা | |
• অবস্থান | প্রশান্ত মহাসাগর; সান ব্লাস / সান্তিয়াগো ইক্সকুইন্তলার কাছে |
দৈর্ঘ্য | ৪৩৩ কিমি (২৬৯ মা) |
অববাহিকার আকার | ১,৩৬,৬২৮ বর্গকিলোমিটার (৫২,৭৫২ মা২)[১] |
নিষ্কাশন | |
• গড় | গড়: ৩২০ ঘনমিটার প্রতি সেকেন্ড (১১,০০০ ঘনফুট/সে) সর্বোচ্চ: ২,১১৩ ঘনমিটার প্রতি সেকেন্ড (৭৪,৬০০ ঘনফুট/সে) সর্বনিম্ন: ২৯.৫ ঘনমিটার প্রতি সেকেন্ড (১,০৪০ ঘনফুট/সে) [২] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rio Grande de Santiago Watershed"। Watersheds of the World: North and Central America। World Resources Institute – EarthTrends। ২০০৬। ২০১১-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৫-৩০।
- ↑ "Santiago Discharge near El Capomal"। River Discharge Database। Center for Sustainability and the Global Environment। ১৯৬৫–১৯৮১। ২০১০-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৫-৩০।