রাহুল কুল

ভারতীয় রাজনীতিবিদ

রাহুল সুভাষ কুল হলেন রাহু, দৌন্দ, পুনে মহারাষ্ট্রের একজন রাজনীতিবিদ। তিনি ২০১৪ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দৌন্দ নির্বাচনী এলাকা থেকে রাষ্ট্রীয় সমাজ পক্ষের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন ২০১২ বিধানসভা নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বী এনসিপি রমেশ থোরাটের বিপক্ষে বিজেপির প্রার্থী হিসাবে জিতেছিলেন। তাঁর প্রয়াত পিতা সুভাষ কুল দৌন্দের তিনবারের বিধায়ক ছিলেন এবং তাঁর মা রঞ্জনা কুল দৌন্দের এক বারের বিধায়ক ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে রমেশ থোরাটের বিরুদ্ধে তিনি তার মাকে সফল করে তোলেন। [১][২][৩][৪]

সমর্থকদের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কারণে তাঁর অনুসারীরা সাধারণত তাকে 'দাদা' (বড় ভাই) বলে ডাকে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. MumbaiOctober 4, Kamlesh Damodar Sutar; October 5, 2019UPDATED:। "Maharashtra polls: Final BJP-Shiv Sena seat sharing numbers out"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১ 
  2. "Maharashtra polls: BJP's smaller allies choose lotus symbol for elections"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১ 
  3. "Maharashtra Assembly Election: Infighting within saffron alliance"Free Press Journal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১ 
  4. "Maharashtra Assembly polls: After Shiv Sena and RPI, BJP ally RSP expresses discontent over seat-sharing"DNA India (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১