রামাই পণ্ডিত

মধ্যযুগের বাঙালি কবি।
(রামাই পন্ডিত থেকে পুনর্নির্দেশিত)

রামাই পণ্ডিত মধ্যযুগের বাঙালি কবি। তার সঠিক জন্ম তারিখ জানা যায় নাই, তবে ধারণা করা হয় যে, ১৩শ বা ১৪শ শতকে তার জন্ম হয়।[১]শূন্য পুরাণ নামক ১৩শ শতকের বৌদ্ধ ধর্মের ধর্ম পূজা সংক্রান্ত পুরাণ রামাই পণ্ডিত রচনা করেন বলে ধারণা করা হয়।[২][৩]

রামাই পণ্ডিত রচিত ধর্ম পূজার শাস্ত্রগ্রন্থ - শূন্যপুরাণ( বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ )

নগেন্দ্রনাথ বসু তিনটি পুঁথি পাঠ সংগ্রহ করে " শূন্যপুরাণ" নাম করন করে গ্রন্থ প্রকাশ করেন - বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।

রামাই পণ্ডিত এর জন্মস্থান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ময়নাপুর গ্ৰামে অবস্থিত। এখনও তাঁর বংশধারা এখানেই বসবাস করেন।

রচনা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. আমীনুর রহমান (২০১২)। "বাংলা সাহিত্য"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. ওয়াকিল আহমদ (২০১২)। "শূন্যপুরাণ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. The concept of transcendency and immanence of God in the Sunya Purana ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মার্চ ২০০৭ তারিখে, by FABRIZIO FERRARI, 17th European Conference on Modern South Asian Studies, Heidelberg, September 9 - 14, 2002.