রামপুর বয়েজ ক্লাব, ফেনী

রামপুর বয়েজ ক্লাব, ফেনী বাংলাদেশের একটি ফুটবল ক্লাব। বতর্মান গ্রামীণফোন ফেডারেশন কাপ, ২০১২ অংশ গ্রহণকারী দল গুলোর মধ্যে ফেনী জেলার একটি দল। এর মাঝে অনেক চড়াই উৎরাই এর পর অনেকদিন ধরেই এই ক্লাবের কার্যক্রম বন্ধ তবে ফেনীর বিশিষ্ট ব্যবসায়ীরা মিলে আবারো ক্লাবটি পুনর্গঠন করে।

রামপুর বয়েজ ক্লাব
পূর্ণ নামরামপুর বয়েজ ক্লাব, ফেনী
ডাকনামরামপুর বয়েজ ক্লাব
প্রতিষ্ঠিত১৯৭৮
মাঠশহীদ সালাম স্টেডিয়াম
ফেনী, বাংলাদেশ
ধারণক্ষমতা৫০০০
সভাপতিবাংলাদেশ আমির হোসেন বাহার, জামশেদুল আলম বাবুল মিঞা manager =
লিগগ্রামীণ ফোন ফেডারেশন কাপ

ইতিহাস সম্পাদনা

ফেনী ভিত্তিক এই ক্লাবটি গঠিত হয় ১৯৭৮ সালে। রামপুর বয়েজ ক্লাবের মূল উদ্যোক্তা ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। ১৯৭৮ সালে যাত্রা করা ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এখনো তিনিই।[১]

ফুটবল ক্লাব হিসেবে ইতিহাস সম্পাদনা

১৯৭৮ সালের জন্ম হয় রামপুর বয়েজ ক্লাব, ফেনী। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি স্থানীয় লিগে নয়বার চ্যাম্পিয়ন এবং ছয়বার রানার্সআপ হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নও রামপুর বয়েজ ক্লাব। এবার ফেনী শহরেরই দল রামপুর বয়েজ ক্লাবের উপস্থিতি ঢাকায় চলমান ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে। ফেনী থেকে জাতীয় পর্যায়ে উঠে এসে ফেনী শহরেরই আরেক দল পেশাদার লিগ খেলছে ফেনী সকার ক্লাব[১]

অর্জন সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://archive.prothom-alo.com/detail/date/2012-10-08/news/296200[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. http://www.bffonline.com

বহিঃসংযোগ সম্পাদনা