রামচন্দ্র পৌডেল

নেপালি রাজনীতিবিদ

রামচন্দ্র পৌডেল (নেপালি: रामचन्द्र पौडेल; জন্ম: ৬ অক্টোবর ১৯৪৪) একজন নেপালি রাজনীতিবিদ এবং নেপালের তৃতীয় নির্বাচিত রাষ্ট্রপতি[১][২] তিনি প্রতিনিধি সভার সভাধ্যক্ষ, উপ-প্রধানমন্ত্রী এবং নেপাল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৩][৪] নেপালি কংগ্রেসের প্রাক্তন প্রবীণ নেতা, পৌডেল এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রতিনিধি সভার সভাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে প্রথম সংসদে নির্বাচিত তিনি আরও অনেক মন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছিলেন এবং নেপালি কংগ্রেসের সংসদীয় দলের নেতা হিসাবে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিরোধী দলের নেতা ছিলেন।

মহামহিম
সম্মাননীয়
রামচন্দ্র পৌডেল
रामचन्द्र पौडेल
রামচন্দ্র পৌডেল-এর ছবি
তৃতীয় নেপালের রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ মার্চ ২০২৩
প্রধানমন্ত্রীপুষ্পকমল দাহাল
খড়্গ প্রসাদ শর্মা ওলী
উপরাষ্ট্রপতিনন্দকিশোর পুন
রাম সহায় প্রসাদ যাদব
ডেপুটিনারায়ণ কাজী শ্রেষ্ঠ
পূর্ন বাহাদুর খড্কা
রঘুবীর মহাসেঠ
রবি লামিছানে
বিষ্ণুপ্রসাদ পৌডেল
প্রকাশমান সিংহ
পূর্বসূরীবিদ্যাদেবী ভণ্ডারী
বিরোধি দলের নেতা
কাজের মেয়াদ
৬ ফেব্রুয়ারি ২০১১ – ১৪ মার্চ ২০১৩
রাষ্ট্রপতিরামবরণ যাদব
প্রধানমন্ত্রীঝলনাথ খনাল
বাবুরাম ভট্টরাঈ
পূর্বসূরীপুষ্পকমল দাহাল
উত্তরসূরীপুষ্পকমল দাহাল
প্রতিনিধি সভার সভাদ্যক্ষ
কাজের মেয়াদ
১৮ ডিসেম্বর ১৯৯৪ – ২৩ মার্চ ১৯৯৯
সার্বভৌম শাসকবীরেন্দ্র
ডেপুটিরামবিলাস যাদব
লীলা শ্রেষ্ঠ সুব্বা
ভোজরাজ জোশি
পূর্বসূরীদমননাথ ঢুঙ্গানা
উত্তরসূরীতারানাথ রানাভাট
মন্ত্রীর পদ
উপপ্রধানমন্ত্রী এবং গৃহ মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯৯ – ২০০২
সার্বভৌম শাসকজ্ঞানেন্দ্র
প্রধানমন্ত্রীকৃষ্ণ প্রসাদ ভট্টরাঈ
গিরিজা প্রসাদ কোইরালা
শের বাহাদুর দেউবা
শান্তি ও পুনর্নির্মাণ মন্ত্রী
কাজের মেয়াদ
২০০৭ – ২০০৮
রাষ্ট্রপতিগিরিজা প্রসাদ কোইরালা (অস্থায়ী)
প্রধানমন্ত্রীগিরিজা প্রসাদ কোইরালা
কৃষি ও স্থানীয় উন্নয়ন মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯১ – ১৯৯৪
সার্বভৌম শাসকবীরেন্দ্র
প্রধানমন্ত্রীগিরিজা প্রসাদ কোইরালা
সংসদীয় কার্যালয়
প্রতিনিধি সভা সদস্য
কাজের মেয়াদ
২২ ডিসেম্বর ২০২২ – ৯ মার্চ ২০২৩
পূর্বসূরীকৃষ্ণ কুমার শ্রেষ্ঠ
উত্তরসূরীস্বর্ণিম বাগ্লে
সংসদীয় এলাকাতনহুঁ ১
কাজের মেয়াদ
অক্টোবর ১৯৯৪ – মে ২০০২
পূর্বসূরীগোবিন্দরাজ জোশি
উত্তরসূরীনিজে (সংবিধান সভা সদস্য)
সংসদীয় এলাকাতনহুঁ ২
কাজের মেয়াদ
মে ১৯৯১ – অগস্ট ১৯৯৪
পূর্বসূরীনির্বাচনক্ষেত্র প্রতিষ্ঠিত
উত্তরসূরীগোবিন্দরাজ জোশি
সংসদীয় এলাকাতনহুঁ ১
আইন সভা সংসদ / সংবিধান সভা সদস্য
কাজের মেয়াদ
২৮ মে ২০০৮ – ১৪ অক্টোবর ২০১৭
পূর্বসূরীনিজে (প্রতিনিধি সভার সদস্য হিসাবে)
উত্তরসূরীকেদার সিগদেল (প্রতিনিধি সভার সদস্য হিসাবে)
সংসদীয় এলাকাতনহুঁ ২
দলের জ্যেষ্ঠ পদ
নেপালি কংগ্রেসএর উপসভাপতি
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৬
পূর্বসূরীপ্রকাশমান সিংহ
গোপালমান শ্রেষ্ঠ
উত্তরসূরীবিমলেন্দ্র নিধি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1944-10-06) ৬ অক্টোবর ১৯৪৪ (বয়স ৭৯)
তনহুঁ, নেপাল
জাতীয়তানেপালি
রাজনৈতিক দলস্বতন্ত্র (২০২৩ সাল থেকে)
অন্যান্য
রাজনৈতিক দল
নেপালি কংগ্রেস (২০২৩ সাল পর্যন্ত)
দাম্পত্য সঙ্গীসবিতা পৌডেল
সন্তান
পিতামাতাঋষিমা পৌডেল (মা, মৃত)
দুর্গা প্রসাদ পৌডেল (বাবা, মৃত)
পেশারাজনীতিবিদ্

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "राष्ट्रपतिमा रामचन्द्र पौडेल निर्वाचित"अनलाइन खबर (নেপালি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৫ 
  2. "राष्ट्रपति रामचन्द्र पौडेलको कार्यकाल सुरु"बीबीसी नेपाली (নেপালি ভাষায়)। ২০২৩-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৯ 
  3. "Ram Chandra Paudel is new President"kathmandupost.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৫ 
  4. "Ram Chandra Paudel is the new president of Nepal - OnlineKhabar English News"Online Khabar (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৯  ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২৩-০৩-০৯ তারিখে