রামকৃষ্ণ মহাবিদ্যালয়
রামকৃষ্ণ মহাবিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি সরকারী ডিগ্রি কলেজ,[১] যা ত্রিপুরার কৈলাসহরে অবস্থিত। এটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ত্রিপুরার দ্বিতীয় প্রাচীনতম কলেজ। এই কলেজটি বিভিন্ন স্নাতক কোর্স এবং ২০২২ থেকে দুটি স্নাতকোত্তর কোর্সও প্রদান করে।
নীতিবাক্য | আত্মনো মক্ষার্থ জগত হিতয় চ (आत्मनो मोक्षार्थं जगद्धिताय च) (নিজের মুক্তির জন্য এবং জগতের কল্যাণের জন্য) |
---|---|
ধরন | স্নাতক কলেজ |
স্থাপিত | ১৯৫০ |
অধিভুক্তি | ত্রিপুরা বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | ডাঃ. পিনাকী পাল |
অবস্থান | , , ৭৯৯২৭৭ , ২৪°১৮′৫৫″ উত্তর ৯১°৫৯′৪১″ পূর্ব / ২৪.৩১৫৩৬৬৩° উত্তর ৯১.৯৯৪৮৩° পূর্ব |
শিক্ষাঙ্গন | নগর |
ওয়েবসাইট | rkmkls.ac.in |
কলেজের প্রতিষ্ঠাতা, তাপস চৈতন্য মহারাজ, তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এবং স্বামী বিবেকানন্দের আদর্শ সমাজে সঞ্চারিত করতে চেয়েছিলেন। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ড. সচ্চিদানন্দ ধর। প্রাথমিকভাবে, কলেজটিতে শুধুমাত্র কলা বিভাগ ছিল, পরে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ যুক্ত করা হয়। কলেজটি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে বেসরকারি মালিকানাধীন ছিল। এরপর ১৯৮২ সালে সরকার কলেজটিকে অধিগ্রহণ করে।[২]
গণনা
সম্পাদনাএই কলেজটি মোট ৫টি বিল্ডিং নিয়ে তৈরী, রুমের সংখ্যা ৫৫টি যার মধ্যে ৩০টি শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। এই কলেজে ৫টি অফিস এবং স্টাফ রুম রয়েছে এছাড়া ২০টি অতিরিক্ত রুম রয়েছে।[৩] ২০২২ সালের ১৪ই অক্টোবর তারিখে কলেজের একটি পৃথক বিজ্ঞান বিভাগের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মাননীয় সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা সহ শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।[৪]
কোর্স এবং বিষয়
সম্পাদনা- বিজ্ঞানের স্নাতক[৩]
- অংক
- পদার্থবিদ্যা
- রসায়ন
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- ফিজিওলজি
- কম্পিউটার সায়েন্স
- কলা স্নাতক[৩]
- বাংলা
- পোল বিজ্ঞান
- ইতিহাস
- শিক্ষা
- দর্শন
- অর্থনীতি
- সংস্কৃত
- পালি
- হিন্দি
- সঙ্গীত
- শারীরিক
- শিক্ষা
- বাণিজ্যের স্নাতক[৩]
- বাণিজ্য
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Affiliated College of Tripura University"। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২।
- ↑ "About the College"। rkmkls.ac.in। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২২।
- ↑ ক খ গ ঘ "PARTICULARS OF COLLEGE PROFILE FOR THE YEAR 2018-19."।
- ↑ "Hon'ble Chief Minister Dr. Manik Saha Inaugurates Newly Constructed Science Building Of Ramkrishna Mahavidyalaya."।