ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

ভারতের পাবলিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

ত্রিপুরা বিশ্ববিদ্যালয় (ইংরেজি Tripura University) প্রধান পাবলিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যা ভারতের ত্রিপুরায় অবস্থিত।[]

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যPursuit of Excellence
ধরনকেন্দ্রীয়
স্থাপিত১৯৮৭
উপাচার্যঅধ্যাপক মাহেশ কুমার সিংহ
অবস্থান, ,
শিক্ষাঙ্গনRural
অধিভুক্তিইউ জি সি।
ওয়েবসাইটhttp://www.tripurauniv.ac.in
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯৮৭ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়টি CUPGC-র ভিত্তিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

অবস্থান

সম্পাদনা

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস আগরতলার নগর কেন্দ্র থেকে ১০ কিলোমিটার দূরে সূর্যমণিনগরে অবস্থিত।

অনুমোদিত কলেজ

সম্পাদনা

উল্লেখযোগ্য অনুমোদিত কলেজগুলির মধ্যে রয়েছে:

  • আম্বেদকর কলেজ
  • দশরথ দেব স্মৃতি কলেজ
  • সরকারী ডিগ্রি কলেজ, অমরপুর
  • সরকারী ডিগ্রি কলেজ, ধর্মনগর
  • সরকারি ডিগ্রি কলেজ, কমলপুর
  • সরকারী ডিগ্রি কলেজ, তেলিয়ামুরা
  • সরকারী ডিগ্রি কলেজ, গন্ডাছড়া
  • হলিক্রস কলেজ, আগরতলা
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বিলোনীয়া
  • কবি নজরুল মহাবিদ্যালয়, সোনামুড়া
  • মাইকেল মধুসূদন দত্ত কলেজ
  • নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, উদয়পুর
  • রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়
  • রামঠাকুর কলেজ, আগরতলা
  • রামকৃষ্ণ মহাবিদ্যালয়, কৈলাশহর
  • ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি,নরসিংগড়
  • মহিলা কলেজ, আগরতলা
  • ত্রিপুরা মেডিকেল কলেজ, হাপানিয়া
  • আগরতলা সরকারি মেডিকেল কলেজ, কুঞ্জবন

মোট আয়তন

সম্পাদনা

বিভাগীয় বিষয়

সম্পাদনা

উল্লেখযোগ্য শিক্ষার্থী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "www.tripuraeducation.net"। ২১ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১১ 

বহিসংযোগ

সম্পাদনা