রাবের লোকসভা কেন্দ্র

(রাভের লোকসভা কেন্দ্র থেকে পুনর্নির্দেশিত)

রাবের লোকসভা কেন্দ্রটি মহারাষ্ট্র রাজ্যের ৪৮টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯ ফেব্রুয়ারি ২০০৮ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রেটি মোট ৬টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই নির্বাচনী কেন্দ্রটি রাবের জেলায় এবং বুলধানা জেলায় বিস্তৃত। এই লোকসভা কেন্দ্রের সদর দফতর রাবের শহরে অবস্থিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল মারাঠি।

রাবের লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যমহারাষ্ট্র
প্রতিষ্ঠিত২০০৮-বর্তমান
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
রক্ষা খদসে
দলভারতীয় জনতা পার্টি
নির্বাচিত বছর২০১৯

মহারাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল রাবের লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ কারণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

বিধানসভা কেন্দ্রগুলি

সম্পাদনা

লোকসভা কেন্দ্রটি ৬টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল-[]

চপদা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি জলগাঁও জেলায় অবস্থিত।[]

রাবের বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি জলগাঁও জেলায় অবস্থিত।[]

ভূসাওয়াল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনী এলাকাটি জলগাঁও জেলায় অবস্থিত।[]

জামনার্ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি জলগাঁও জেলায় অবস্থিত।[]

মুক্তাইনগর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি জলগাঁও জেলায় অবস্থিত।[]

মালকাপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি বুলধানা জেলায় অবস্থিত।[]

ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯: রাবের
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রক্ষা খদসে ৬,৫৫,৩৮৬ ৬০.৪৭ ০.৪৭
কংগ্রেস ডাঃ উলহাস পাতিল ৩,১৯,৫০৪ ২৯.৪৮ ২৭.৩৭
ভিবিএ নিতিন কান্দেলকার ৮৮,৩৬৫ ৮.১৫
বিএসপি যোগেন্দ্র ভিথল কোলতে ৫,৭০৫ ০.৫৩
স্বতন্ত্র ডি ডি ওনি (ফটোগ্রাফার) ৪,২৭৪ ০.৪ ০.০৬
স্বতন্ত্র নাজমিন শায়খ রমজান ২,৫৮১ ০.২৪
হিন্দুস্তান জনতা পার্টি মধুকর সোপন পাতিল ১,৬০৭ ০.১
ভারতীয় ইউনিয়ন মুসলিম লিগ রওশন আরা সাদিকালি ১,১০৩ ০.১০
আরজেপি অজিত নামদার তাদভি ১,৪২৫ ০.১
স্বতন্ত্র তাওয়ার বিজয় জগান ১,১৪১ ০.১
স্বতন্ত্র গুয়ারাভ দামোদর সুরভেদে ৯৮৫ ০.১
কাউকে নয় উপরের কাউকে নয় ৯,২১৬ ০.৮
সংখ্যাগরিষ্ঠতা ৩,৩৫,৮৮২ ৩০.৯৯
ভোটার উপস্থিতি ১০,৯৬,৫১১ ৬১.৭৭ ২৭.৯০
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

রাবের লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন সংসদ

সম্পাদনা

রাবের লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান সংসদ ভারতীয় জনতা পার্টির সদস্য রক্ষা খদসে এবং যিনি গত দুই বারের সংসদ (২০১৪[] ও ২০১৯)।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. >"Delimitation Commission of India Notification" (PDF)। Chief Electoral Officer, Maharashtra। পৃষ্ঠা 23। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৪ 
  2. "Youngest winners: Heena Gavit and Raksha Khadse"The Times of India। ২০১৪-০৫-১৬। 

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা