রাধাকমল মুখোপাধ্যায়

ভারতের চিন্তাবিদ ও সমাজ বিজ্ঞানী

রাধাকমল মুখোপাধ্যায় (৭ ডিসেম্বর ১৮৮৯ - ২৪ আগস্ট ১৯৬৮) ছিলেন আধুনিক ভারতের একজন নেতৃস্থানীয় চিন্তাবিদ ও সমাজ বিজ্ঞানী।

রাধাকমল মুখোপাধ্যায়
জন্ম৭ ডিসেম্বর ১৮৮৯
মৃত্যু২৪ আগস্ট ১৯৬৮(1968-08-24) (বয়স ৭৮)
জাতীয়তাভারতীয়
পুরস্কার পদ্মভূষণ (১৯৬২)

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

রাধাকমল মুখোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ১৮৫ কিলোমিটার উত্তরে অবস্থিত বহরমপুর শহরে। তার বাবা ছিলেন একজন ব্যারিস্টার। বাবা ব্যারিস্টার হওয়ায় বাড়িতে লেখাপড়ার সুন্দর পরিবেশে বেড়ে ওঠেন। বাড়ির মধ্যে ইতিহাস, সাহিত্য, আইন এবং সংস্কৃত গ্রন্থে সমৃদ্ধ একটি গ্রন্থাগারও ছিল। কৃষ্ণনগর কলেজে পড়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজে একাডেমিক বৃত্তি লাভ করেন। তিনি ইংরেজি ও ইতিহাসে অনার্স ডিগ্রি নিয়ে পাশ করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

কর্মজীবনে তিনি অর্থনীতি ও সমাজবিজ্ঞানের অধ্যাপনার কাজ করেছেন। লখনউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি সমাজতত্ত্বের মাধ্যমে সভ্যতার মূল্যবোধ ব্যাখ্যা করতে চেয়েছিলেন।[২] বিজ্ঞানে অধ্যয়নের দুই বা ততোধিক ভিন্ন ক্ষেত্র জড়িত বা সম্পর্কিত যাকে আন্তঃবিভাগীয় নিয়মানুবর্তিতামূলক পদ্ধতি( ট্রান্সডিসিপ্লিনারি পদ্ধতি) বলা হয়, রাধাকমল প্রকৃত অর্থে ছিলেন সেই পদ্ধতির পথপ্রদর্শক।[৩]

সাহিত্যকর্ম সম্পাদনা

  • বর্ত্তমান বাংলা সাহিত্য
  • বিশ্বভারত
    • প্রথম খণ্ড (১৯২২)
    • দ্বিতীয় খণ্ড (১৯২৩)
  • দরিদ্রের ক্রন্দন (১৯২৬)
  • শাশ্বত ভিখারী
  • শিক্ষাসেবক
  • পল্লীপ্রচারক

১৯৭১ সালে ইংরেজিতে অষ্টাবক্র গীতার বক্তৃতাটি প্রকাশিত হয়। এই বইটি তার মৃত্যুর তিন বছর পর প্রকাশিত হয়েছিলো।[৪]

সম্মাননা সম্পাদনা

১৯৬২ সালে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "5.3 Radhakamal Mukerjee (1889–1968), 5.3.1 Biographical Sketch", in History and Development of Sociology in India II. Central Digital Repository, Indira Gandhi National Open University[অকার্যকর সংযোগ]
  2. "Radhakamal Mukherjee, Radhakamal Mukherjee Sociology, Indian Thinkers,Sociology Guide" 
  3. "Radhakamal Mukerjee : Biography and Contribution to Sociology"। ১১ এপ্রিল ২০১৪। 
  4. Radhakamal Mukerjee (1971). The song of the self supreme (Aṣṭāvakragītā): the classical text of Ātmādvaita by Aṣṭāvakra. Motilal Banarsidass Publ. আইএসবিএন ৮১-২০৮-১৩৬৭-৭, আইএসবিএন ৯৭৮-৮১-২০৮-১৩৬৭-০. Source: [১] (accessed: Friday 19 March 2010)
  5. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩, ২০১৬