রাজেশ কোটেচা
রাজেশ কোটেচা (জন্ম ১৮ জুলাই ১৯৬৩) একজন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক যিনি ২০১৫ সালে চিকিত্সাশাস্ত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন [১] তিনি জুলাই ২০১৭ সালে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের [২] সচিব নিযুক্ত হন, এবং তিনি গুজরাট আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়, জামনগরের, প্রাক্তন উপাচার্য, এই পদে তিনি ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন [৩]
শিক্ষা
সম্পাদনাবৈদ্য রাজেশ কোটেচা ১৯৮৫ সালে গুজরাট আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়, জামনগর থেকে আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড সার্জারি (BAMS) স্নাতক এবং ১৯৯১ সালে গুজরাট আয়ুর্বেদ থেকে আয়ুর্বেদ মেডিসিনে ডক্টরেট (আয়ুর্বেদ) সম্পন্ন করেন।
অর্জন
সম্পাদনাবৈদ্য রাজেশ কোটেচা আয়ুর্বেদের উপর দুটি বইয়ের লেখক। এছাড়াও তিনি ২০০৭ সালে গ্লোবাল আয়ুর্বেদ চিকিত্সক পুরস্কার, ২০০৮ সালে আয়ুর্বেদ রত্ন পুরস্কার এবং ২০১৫ সালে চিকিৎসায় পদ্মশ্রী পুরস্কার পান।
তিনি ১৯৯৮ সালে জয়পুরে চক্রপানি আয়ুর্বেদ ক্লিনিক ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Print Release"। pib.nic.in।
- ↑ "Press release"।
- ↑ Gujarat Ayurved University