রাজু খাদকা

নেপালি ক্রিকেটার

রাজু খাদকা (নেপালি: राजु खड्का; জন্ম ১১ সেপ্টেম্বর ১৯৭৫) হলেন একজন ক্রিকেটার। সে একজন অল-রাউন্ডার। রাজু একজন ডান-হাঁতি ব্যাটসম্যান এবং একজন ডান-হাঁতি মিডিয়াম-ফাস্ট বোলার[১] ১৯৯৬ সালের সেপ্টেম্বরে তার নেপালের হয়ে অভিষেক হয় বাংলাদেশের বিরুদ্ধে।[২]

রাজক খাদকা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1975-09-11) ১১ সেপ্টেম্বর ১৯৭৫ (বয়স ৪৮)
নেপাল
ব্যাটিংয়ের ধরনডান-হাঁতি
বোলিংয়ের ধরনডান-হাঁতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০২–২০১০Bhairahawa (জাতীয় লিগ)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম শ্রেণী
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৭৫
ব্যাটিং গড় ২৫.০০
১০০/৫০ ০/১
সর্বোচ্চ রান ৬৭
বল করেছে ১৫৬
উইকেট
বোলিং গড় ১৮.৬৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/২৭
ক্যাচ/স্ট্যাম্পিং ১/-
উৎস: CricketArchive, ২৮ জুলাই ২০১৪

রাজু নেপালের প্রথম ক্রিকেট খেলয়াড় হিসেবে আন্তর্জাতিক শতক বা সেঞ্চুরি করেন। ২০০৩ সালের মার্চ মাসে ২০০৩ এসিসি এমার্জিং ন্যাশন্স টুর্নামেন্ট এ ভুটানের বিরুদ্ধে ১০৫ রান়ে অপরাজিত থাকেন ৫০ বলে।[৩]

জীবনী সম্পাদনা

১৯৭৫ সালে নেপালে রাজুর জন্ম হয়। রাজু প্রথমে নেপালের হয়্র ১৯৯৬ এসিসি ট্রফি খেলেন। এই ট্রফিটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। রাজু ১৯৯৮, ২০০০ এবং ২০০২ সালের এসিসি ট্রফিতে অংশগ্রহণ করেন।[৪]

২০০৪ সালে ২০০৪ আইসিসি কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপআরব আমিরাত এবং মালয়েশিয়ার বিরুদ্ধে তার প্রথম শ্রেণীর ক্রিকেট এ রাজুর অভিষেক হয়। তারর সে কুলালালামপুর এ অনুষ্ঠিত ২০০৪ এসিসি ট্রফি খেলেছেন। এসিসি ফাস্ট ট্রাক কান্ট্রিস টুর্নামেন্টসিঙাপুর এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলেন। সর্বশেষ সে নেপালের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলেছেন।

কোচ হিসেবে সম্পাদনা

বর্তমানে সে লিটল ফ্লাওয়ার স্কুলে ক্রিঢ়া শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র সম্পাদনা