রাজাভাতখাওয়া পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত একটি ছোটো জনবসতি৷ এটি সড়কপথে জেলাসদররের সাথে যুক্ত হলেও চারদিক দিয়ে বক্সা জাতীয় উদ্যান দ্বারা পরিবেষ্ঠিত৷ অঞ্চলটি মনেরম প্রাকৃৃতিক পরিবেশের জন্য জনপ্রিয়৷[তথ্যসূত্র প্রয়োজন] রাজ্য সরকারের পক্ষ থেকে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ পরিদর্শনের জন্য অনুমতিপত্র এখান থেকেই দেওয়া হয়৷[স্পষ্টকরণ প্রয়োজন]

রাজাভাতখাওয়া
শহর
রাজাভাতখাওয়া পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
রাজাভাতখাওয়া
রাজাভাতখাওয়া
রাজাভাতখাওয়া ভারত-এ অবস্থিত
রাজাভাতখাওয়া
রাজাভাতখাওয়া
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৩৭′ উত্তর ৮৯°৩২′ পূর্ব / ২৬.৬২° উত্তর ৮৯.৫৩° পূর্ব / 26.62; 89.53
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাআলিপুরদুয়ার
উচ্চতা২২১ মিটার (৭২৫ ফুট)
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরাজী, নেপালি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনWB
ওয়েবসাইটwb.gov.in

নামকরণ সম্পাদনা

আক্ষরিক অর্থে রাজাভাতখাওয়ার অর্থ যেখানে রাজা ভাত খেয়েছিলেন৷ জনশ্রুতি অনুসারে ১৮০০ খ্রিষ্টাব্দ নাগাদ কোচবিহারের রাজা বর্তমান রাজাভাতখাওয়া অঞ্চল থেকে ভুটানের রাজাকে সিংহাসনচ্যুত করার প্রতিজ্ঞা করে তারপর ভাত খাওয়ার সিদ্ধান্ত নেন৷ কিছুদিন পরে ভুটানের রাজা স্বয়ং এই অঞ্চল ত্যাগ করলে মিত্রতার গ্রহণের সাথে ঘনজঙ্গলাবৃৃৃত জনপদটিতে ভোজনের আয়োজন করা হয়৷ এভাবে রাজাভাতখাওয়া মানের উৎপত্তি৷[১]

পরিবহন সম্পাদনা

 
রাজাভাতখাওয়া রেল স্টেশন

৩১৭ নং জাতীয় সড়কটি এই জনপদের ওপর দিয়ে নির্মিত৷ তাছাড়া রাজাভাতখাওয়া রেল স্টেশনটি নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-শামুকতলা রোড লাইনের একটি স্টেশন৷ রাজাভাতখাওয়া-জয়ন্তী লাইনটি ২০১২ সালে অনুমোদন প্রাপ্ত ও বর্তমানে নির্মীয়মান৷[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://northbengaltourism.com/rajabhatkhawa-buxa-jayanti-dooars/
  2. "What is new in Railway Budget 2012-13"The Times of India। ১৪ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২০১২-১১-১০