রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইমিংপুল

বাংলাদেশের সুইমিংপুল

রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইমিংপুল বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল[১] রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পূর্বে ও শাহ মখদুম ছাত্রাবাসের পশ্চিমে অবস্থিত। বাংলাদেশের বেশিরভাগ ক্রীড়া সুইমিংপুলের মত এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত নয়। পুলটির সার্বিক রক্ষণাবেক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় 'এথলেটিক ও একুয়াটিক সাব-কমিটি'র মাধ্যমে হয়ে থাকে।[১] নিয়মিত সাঁতার ছাড়াও ওয়াটার পোলো খেলার আয়োজন হয়ে থাকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইমিংপুল
২৪°২২′১২″ উত্তর ৮৮°৩৮′৩৬″ পূর্ব / ২৪.৩৭০০৭৪° উত্তর ৮৮.৬৪৩৩৯৭° পূর্ব / 24.370074; 88.643397
ডাককোডরাজশাহী - ৬২০৫
পরিচালনায়শারীরিক শিক্ষা বিভাগ
মালিকানাধীনরাজশাহী বিশ্ববিদ্যালয়
অবস্থাসক্রীয়

কাঠামো সম্পাদনা

এটি খোলা আকাশের নীচে উম্মুক্ত জাতীয় পর্যায়ের জল-ক্রীড়া আয়োজনের উপযোগী সুইমিংপুল।[১] ৮ লেন বিশিষ্ট পুলটির উত্তর পাশে দর্শকদের বসার গ্যালারী ও দক্ষিণে সাঁতারুদের বিশ্রামকক্ষ আছে।

উল্লেখযোগ্য আয়োজন সম্পাদনা

সুইমিংপুলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাধারণ সাঁতার প্রতিযোগিতা হয়। এছাড়াও এটি জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। ২০১৫ সালে ২৩তম বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার ১৭ ইভেন্ট এই পুলে হয়েছিল।[২] ২০১৮ সালে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩১তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Physical Education"রাজশাহী বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  2. "সাঁতার প্রতিযোগিতা"প্রথম আলো। ২০১৫-০৬-১৫। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  3. "রাবিতে আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু"জাগো নিউজ। ২০১৮-০৪-১৮। ২০১৮-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮