রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়
রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় (যেটা রাজধরপুর উচ্চ বিদ্যালয় নামেও পরিচিত) হল রাজধরপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী - ৭৭৩০, বাংলাদেশে অবস্থিত একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান[২]। বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম শুরু করে ১৯৬১ সালে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের মাধ্যমে যেটা পরবর্তী সময়ে, ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পূনরায় যাত্রা শুরু করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এলাকার সমাজ সেবক এবং শিক্ষানূরাগী ব্যক্তিত্ব আব্দুল গফুর মোল্লা।[৩]
রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৩°৪৩′১৮″ উত্তর ৮৯°৩৪′৪২″ পূর্ব / ২৩.৭২১৭° উত্তর ৮৯.৫৭৮৩° পূর্ব |
তথ্য | |
ধরন | বেসরকারী, মাধ্যমিক বিদ্যালয়, দিবা বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৭৩ |
বিদ্যালয় জেলা | |
বিদ্যালয় কোড | 113253[১] |
ইআইআইএন | ১১৩২৫৩ |
প্রধান শিক্ষক | শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান |
অনুষদ | |
শিক্ষকমণ্ডলী | ২২+ |
শ্রেণি | ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী |
শিক্ষার্থী সংখ্যা | ৭৫০+ |
ক্যাম্পাস | গ্রামীণ, ১.৫৮ একর (০.৬৪ হেক্টর) |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
রং | ফিরোজা নীল, গাঢ় নীল, গাঢ় লাল এবং সাদা |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল |
ওয়েবসাইট | rmb |
ইতিহাস
সম্পাদনা১৯৬০ সালে মরহুম আব্দুল গফুর মোল্লা ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান নিবাচিত হবার পর রাজধরপুরের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি উচ্চ বিদ্যালয়ের স্বপ্নসাধ বুকে নিয়ে শুরু করলেন ১৯৬১ সালে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়। আব্দুল গফুর মোল্লা বিদ্যালয়ের সার্বিক দায়িত্বে ছিলেন। প্রধান শিক্ষক ছিলেন মরহুম খোশেদুর রহমান। বিদ্যালয়টি যথাসময়ে সরকারী স্বীকৃতি না পাোয়ার কারণে ১৯৬৪ সালে আবার বন্ধ হয়ে যায়। ১৯৬৭ সালে মরহুম আব্দুল রাজ্জাক মোল্লা অঙ্কুরে বিনিষ্ট হয়ে যাওয়া রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় পূনর্গঠিত করার স্বপ্ন নিয়ে হাজী কাঁচাই মোল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শুরু করলেন। অন্যত্র চাকরী হওয়ার কারনে তিনি চলে যান। ১৯৬৮ সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাজধরপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয় । ১৯৬৭ সালে ১লা জানুয়ারী থেকে সরকারী স্বীকৃতি লাভ করে এবং বিদ্যালয়টি ১৯৭২ সাল পর্যন্ত নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় হিসাবে চালু ছিল। ১৯৭৩ সালের ১লা জানুয়ারী থেকে রাজধরপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়টিতে ৯ম শ্রেণি খোলা হয়। স্থানীয় ব্যক্তি বর্গ বিভিন্ন ভাবে বিদ্যালয়টির উন্নয়ন করার চেষ্টা করতে লাগলেন। অবশেষে ১৯৭৩ সালের ১লা জানুয়ারী থেকে সরকারী অনুমোদ লাভ করে। এবং তারপর থেকেই পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বিদ্যালয়টি।[৪]
অবস্থান
সম্পাদনাবিদ্যালয়টি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা সদর হতে ১২ কি:মি: উত্তরে অবস্থিত।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rajdharpur Madhyamik Bidyalay" রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় [Rajdharpur Madhyamik Bidyalay]। ঢাকা শিক্ষা বোর্ড। ৭ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "rājdhārpur mādhyāmik bidyālaẏa" রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় [Rajdharpur Madhyamik Bidyalay]। Sohopathi।
- ↑ রাজধরপুর উচ্চ বিদ্যালয় [Rajdharpur High School]। rajbari.gov.bd। ২২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ রাজধরপুর উচ্চ বিদ্যালয় [Rajdharpur High School]। rajbari.gov.bd। ২২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ রাজধরপুর উচ্চ বিদ্যালয় [Rajdharpur High School]। baliakandi.rajbari.gov.bd। ১৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩।
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |