রাজকীয় সঙ্গীত (আফগানিস্তান)

আফগানিস্তানের প্রথম জাতীয় সঙ্গীত "রাজকীয় সালাম" রাজতন্ত্রের শাসনামলে গৃহীত হয়েছিল। এটি আফগানিস্তানের তৎকালীন রাজা আমানউল্লাহ খানের বিদেশে রাষ্ট্রীয় সফরে বাজানো হয়েছিল। তবে এটি একটি যান্ত্রিক সঙ্গীত ছিল এবং এর কোনো গানের কথা বা চরণ ছিল না।[১]

রাজকীয় সালাম
[[File:|border|220px|]]

আফগানিস্তান-এর প্রাক্তন জাতীয় সঙ্গীত সঙ্গীত
গ্রহণের তারিখ১৯২৬
পরিত্যাগ হয়েছে১৯৪৩
সঙ্গীতের নমুনা
noicon

তথ্যসূত্র

সম্পাদনা