রাঙ্গামাটি মেডিকেল কলেজ

বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ

রাঙ্গামাটি মেডিকেল কলেজ বাংলাদেশের রাঙামাটি জেলায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা দানকারী একটি প্রতিষ্ঠান। সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়;[২] যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ (Internship) স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম.বি.বি.এস. শিক্ষাক্রম চালু রয়েছে; যাতে প্রতিবছর ৫১ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে।[৩]

রাঙামাটি মেডিকেল কলেজ
রাঙ্গামাটি মেডিকেল কলেজের লোগো
ধরনসরকারি, মেডিকেল কলেজ
স্থাপিত২০১৪ (2014)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষঅধ্যাপক ডাঃ মোঃ আজাদ আবুল কালাম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫০
শিক্ষার্থী২০০(২০১৮)[১]
স্নাতক২০০
অবস্থান,
২২°৩৯′২৮″ উত্তর ৯২°১০′০৮″ পূর্ব / ২২.৬৫৭৮° উত্তর ৯২.১৬৮৮° পূর্ব / 22.6578; 92.1688
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাইংরেজি
ওয়েবসাইটrangamatimc.edu.bd
মানচিত্র
একাডেমিক ভবন
রাঙ্গামাটি মেডিকেল কলেজ

অবস্থান সম্পাদনা

কলেজটি প্রতিষ্ঠার পর থেকে সাময়িকভাবে রাঙ্গামাটি জেলা সদরের জেনারেল হাসপাতালের পাশে একটি ছয়তলা ভবনের কমপ্লেক্সে কার্যক্রম পরিচালনা করে আসছে।[২] তবে বর্তমানে শহরের সুখীনীলগঞ্জ পৌর এলাকায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ইতিহাস সম্পাদনা

২০১৪ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ শুরু থেকেই নানা প্রতিকূলতার সম্মুখীন হয়।[২][৪] স্থানীয় পাহাড়ি সংগঠনগুলোর বাধার মুখে প্রতিষ্ঠালগ্নের পর থেকে প্রথম তিন মাস এর পাঠদান স্থগিত ছিল।পরবর্তীতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আন্দোলনের মুখে পুনরায় এই মেডিকেলের শিক্ষা কার্যক্রম শুরু হয়।বর্তমানে মোট চারটি ব্যাচ এই মেডিকেলে অধ্যয়নরত আছে।

অবকাঠামো সম্পাদনা

রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল (যেটি জেলা সদর হাসপাতাল নামে পরিচিত) এর কার্ডিয়াক কেয়ার ইউনিট বর্তমানে এটির মুল একাডেমিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। খুব শীঘ্রই "সুখী নীলগঞ্জ" এলাকায় প্রস্তাবিত নিজস্ব ক্যাম্পাস এর কাজ শুরু হবে। এছাড়া শিক্ষার্থীদের আবাসনের জন্য বর্তমানে দুটি ছাত্রীবাস এবং তিনটি ছাত্রাবাস রয়েছে। অধ্যক্ষের এবং কলেজের অন্যান্য স্টাফদের জন্য বাংলো রয়েছে। কলেজ শিক্ষকদের যাতায়াতের জন্য মাইক্রোবাসের ব্যবস্থা রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

অনুষদ ও বিভাগ সম্পাদনা

অন্যান্য মেডিকেল কলেজের মতই এই কলেজে এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, মাইক্রোবায়োলজি সহ মেডিসিন, সার্জারি, গাইনি প্রভৃতি ক্লিনিক্যাল বিষয়াদি সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক পরিচালিত হয়।

সুযোগ-সুবিধা সম্পাদনা

সহ-শিক্ষা কার্যক্রম ও সংগঠন সম্পাদনা

রাঙামাটি মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজের মত প্রতিবছর আর.এফ.এস.টি সফর, শিক্ষা সফর, বনভোজনের আয়োজন করে থাকে।এছাড়া নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, বর্ষবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করা হয়। ২০১৬ সালে টি.আই.বি কর্তৃক আয়োজিত মুক্তমঞ্চ বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী দল হিসেবে শিরোপা অর্জন করে। এছাড়া এই কলেজ থেকে নিয়মিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল, ক্রিকেট টুর্নামেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।

চিত্রশালা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Azad, Abid (২৯ মার্চ ২০১৫)। "Rangamati Medical College reopens after two months"Dhaka Tribune। ১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০ 
  2. আহমেদ, অলি। "রাঙ্গামাটি মেডিকেল কলেজ: পাঁচ বছরেও গড়ে উঠেনি স্থায়ী ক্যাম..."unb.com.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 
  3. "ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা" (পিডিএফ)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - স্বাস্থ্য অধিদপ্তর। ২২ জানুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫ 
  4. "নানামুখী সংকটে রাঙ্গামাটি মেডিকেল কলেজ"ittefaq। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 

বহিঃসংযোগ সম্পাদনা