রহিমাবাদ (এছাড়াও বানান: রহিম আবাদ) (পশতু: رحيم آباد) একটি প্রশাসনিক ইউনিট, যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার তেহসিল বাবুজাইতে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড নামে পরিচিত।

রহিমাবাদ
ইউনিয়ন পরিষদ
দেশ পাকিস্তান
প্রদেশখাইবার পাখতুনখোয়া
জেলাসোয়াত
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)

খাইবার পাখতুনখোয়া স্থানীয় সরকার আইন ২০১৩ অনুযায়ী।[১] জেলা সোয়াতের ৬৭টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে মোট গ্রাম পরিষদের সংখ্যা ১৭০টি এবং প্রতিবেশী পরিষদ ৪৪টি।

রহিমাবাদ হল আঞ্চলিক ওয়ার্ড, যা আরও দুটি প্রতিবেশী পরিষদে বিভক্ত:

  1. রহিম আবাদ/রহমান আবাদ (প্রতিবেশী পরিষদ)
  2. রহিম আবাদ/আমানকোট (প্রতিবেশী পরিষদ)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা