রহমত আলী

বাংলাদেশী রাজনীতিবিদ

রহমত আলী (১৬ সেপ্টেম্বর, ১৯৪৫ – ১৬ ফেব্রুয়ারি ২০২০) বাংলাদেশের একজন সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার বড় ছেলে অধ্যাপক এম জাহিদ হাসান একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী যিনি বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত৷ [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

রহমত আলী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯৯ – ২০০১
গাজীপুর-১ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯১ – ১৯৯৫
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০৬
গাজীপুর-৩ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৮
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৬ সেপ্টেম্বর ১৯৪৫
মৃত্যু১৬ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৭৪)
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
আত্মীয়স্বজনরুমানা আলী (কন্যা)
তার কন্যা রুমানা আলী একজন সংসদ সদস্য।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

রহমত আলী ১৯৪৫ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।[১] তার পৈতৃক বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এলাকায়। তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন সম্পাদনা

রহমত আলী ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর-১ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হন।.[২][৩][৪] এরপর, তিনি ২০০৮ ও ২০১৪ সালে গাজীপুর-৩ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৫][৬] তিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৭] এছাড়া, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।[৮]

মৃত্যু সম্পাদনা

রহমত আলী ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৯][১০][১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. গাজীপুর-৩, মো: রহমত আলী। "Constituency 196_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১৫ 
  2. "List of 5th Parliament Members"জাতীয় সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮ 
  3. "List of 7th Parliament Members"জাতীয় সংসদ। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮ 
  4. "List of 8th Parliament Members" (পিডিএফ)Jatiya Sangsad। ১২ অক্টোবর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮ 
  5. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদ। ৩১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০ 
  6. "List of 10th Parliament Members"Jatiya Sangsad (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০ 
  7. "সাবেক প্রতিমন্ত্রী রহমত আলী আর নেই"কালের কণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  8. "JS body on LGRD meets"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০১১। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮ 
  9. "আ.লীগের সাবেক মন্ত্রী রহমত আলী আর নেই"আমাদের সময়। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  10. "আ.লীগের সাবেক মন্ত্রী রহমত আলী মারা গেছেন"মানবকণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০২০। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  11. "সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী আর নেই"একুশে টেলিভিশন। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০