রসুলপুর নদী
পশ্চিমবঙ্গের নদী
রসুলপুর নদী হল ভারতের পশ্চিমঙ্গ রাজ্যের উপকূলবর্তী একটি নদী। এই নদী হুগথি নদীর একটি উপনদী। এই নদীটি পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাগদা নদীটি কালিনগর পর্যন্ত প্রবাহের পর এটি রসুলপুর নদী নামে প্রবাাহহিত হয়েছে। এই উপনদী গুলি হল- ইটাবেরিয়া খাল, মুগবেরিয়া খাল, পালাবন খাল। নদীটি কাওয়াখালি লাইট হাউজ বা বাতিঘরের কাছে সাগর দ্বীপের বিপরীতে হুগলি নদীতে মিলিত হয়েছে[১]।
রসুলপুর নদী | |
রসুলপুর নদী কালিনগরের কাছে
| |
দেশ | ভারত |
---|---|
রাজ্য | পশ্চিমবঙ্গ |
অঞ্চল | পূর্ব ভারত |
জেলা | পূর্ব মেদিনীপুর |
নগর | কালিনগর |
Landmark | পেটুয়াঘাট মৎস্য বন্দর, রসুলপুর |
উৎস | |
- অবস্থান | পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, ভারত |
মোহনা | হুগলি নদী |
- অবস্থান | রসুলপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, ভারত |
দৈর্ঘ্য | ১৯ কিলোমিটার (১২ মাইল) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rivers of Medinipur district – Rasalpur"। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৬।