রম্বস
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
রম্বস এমন একটি সামান্তরিক যার বাহুগুলো পরস্পর সমান। রম্বসকে অনেকসময় হীরা বলা হয় কারণ এটি দেখতে অনেকটা হীরার মতো।
বৈশিষ্ট্য
সম্পাদনা- চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হওয়ায় একে সমবাহু চতুর্ভুজও বলা হয়।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- কর্ণদ্বয় কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে।